চলতি বছরের এপ্রিল পর্যন্ত ৬৬ দশমিক ১৩ শতাংশ শেয়ার নিয়ে বৈশ্বিক ব্রাউজার বাজারের শীর্ষে রয়েছে গুগল ক্রোম। ওয়েব বিশ্লেষণ প্রতিষ্ঠান স্ট্যাটকাউন্টারের এক পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। গত বছর অ্যাপলের সাফারি ব্রাউজারকে ছাড়িয়ে দ্বিতীয় জনপ্রিয় ডেস্কটপ ব্রাউজার হিসেবে স্থান পেয়েছিল মাইক্রোসফট এজ। তবে এ বছরের নতুন তথ্য অনুসারে, অ্যাপলের সাফারি আবারও দ্বিতীয় স্থান ফিরে পেয়েছে।
এপ্রিল পর্যন্ত তথ্যে দেখা যায়, কম্পিউটারে ব্যবহৃত ব্রাউজারে ৬৬ দশমিক ১৩ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে গুগল ক্রোম। এরপর ১১ দশমিক ৮ শতাংশ শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপলের সাফারি। ১১ শতাংশ শেয়ার নিয়ে এরপরই রয়েছে মাইক্রোসফট এজ। ফায়ারফক্স, অপেরা ও ইন্টারনেট এক্সপ্লোরারের শেয়ার যথাক্রমে ৫ দশমিক ৬৫ শতাংশ, ৩ দশমিক শূন্য ৯ শতাংশ ও শূন্য দশমিক ৫৫ শতাংশ।
২০২২ সালের ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী, মাইক্রোসফট এজ ও সাফারি ব্রাউজারের থেকেও তালিকার ওপরে অবস্থান ছিল ফায়ারফক্সের। তবে এখন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে ফায়ারফক্স। বলা হচ্ছে, মাইক্রোসফট এজের জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম একটি কারণ হলো এআইভিত্তিক বিং সার্চ ইঞ্জিনের ব্যবহার।
গুগল ক্রোম ব্রাউজার সর্বাধিক শেয়ার নিয়ে শীর্ষে থাকলেও গত বছরের এপ্রিলের তুলনায় এ বছরের এপ্রিলে শেয়ার কমেছে দশমিক ৫১ শতাংশ। গত বছর এপ্রিলে গুগল ক্রোমের শেয়ার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ।
সূত্র: বিজিআর