আইক্লাউডের অ্যাডভান্সড ডেটা প্রটেকশন সুবিধার সুরক্ষার জন্য আইওএস, আইপ্যাডওএস এবং ম্যাকওএসের নিরাপত্তার জন্য হালনাগাদ এনেছে অ্যাপল। আইওএস ও আইপ্যাড ওএস ১৭.৬.১ সংস্করণ এবং ম্যাকওএস ১৪.৬.১ সংস্করণ আনার এক সপ্তাহ আগে আইওএস ও আইপ্যাডওস ১৭.৬ এবং ম্যাকওএস ১৪.৬ নিয়ে আসে অ্যাপল।
নতুন এই হালনাগাদের ফলে আইওএস, আইপ্যাডওএস এবং ম্যাকওএসে বেশ কয়েকটি নিরাপত্তা ত্রুটির সমাধানসহ সার্বিক ব্যবহার অভিজ্ঞতা উন্নত হবে। এ ছাড়া পুরোনো সংস্করণের আইফোনের জন্য আইওএস ১৬.৭.১০ হালনাগাদ এনেছে অ্যাপল। আইওএস এবং আইপ্যাডওস ব্যবহারকারীরা নতুন এসব হালনাগাদ ওভার-দ্য-এয়ার পদ্ধতিতে নামাতে পারবেন। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে এসব হালনাগাদ ইনস্টল করা যাবে। এ জন্য আইফোন বা আইপ্যাডের সেটিংসে যেতে হবে। সেখান থেকে জেনারেল অপশনে গিয়ে সফটওয়্যার আপডেটসে যেতে হবে। সফটওয়্যার আপডেটস থেকে সিস্টেম হালনাগাদ নামিয়ে নিতে পারবেন ব্যবহারকারীরা।
এই হালনাগাদ সম্পর্কে অ্যাপল লিখেছে, এর মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু ত্রুটির সমাধান এবং আইক্লাউডের অ্যাডভান্সড ডেটা প্রটেকশন সুবিধার ডিজঅ্যাবল ও ইনঅ্যাবল ত্রুটির সমাধান করা হয়েছে। আইক্লাউডে অ্যাডভান্স ডেটা প্রটেকশন সুবিধা চালু থাকলে শেয়ার করা সব কনটেন্ট বা আধেয়তে দুই পক্ষেই এন্ড টু এন্ড এনক্রিপশন–নিরাপত্তা চালু থাকে।
আইক্লাউড শেয়ারড ফটো লাইব্রেরি, আইক্লাউড ড্রাইভ শেয়ারড ফোল্ডার এবং শেয়ারড নোটে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা পাওয়া যায়। তবে সম্প্রতি ম্যাক রিউমারের এক প্রতিবেদনে বলা হয়, অনেক ব্যবহারকারী আইক্লাউডের অ্যাডভান্সড ডেটা প্রটেকশন সুবিধাটি চালু করতে পারেননি। আবার কেউ কেউ সুবিধাটি বন্ধ করতে গিয়ে ‘এরর’ মেসেজ দেখেছেন। অ্যাপলের প্রকাশ করা নতুন এই সিস্টেম হালনাগাদে এসব ত্রুটির সমাধান করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া