খুদে ব্লগভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) থাকা সরাসরি কথোপকথন সুবিধা স্পেসেসে এবার অডিওর পাশাপাশি ভিডিও যুক্ত করা হয়েছে। গত বুধবার এক্সের মালিক ইলন মাস্কের ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং এক্সের আনুষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে ‘ডোজ ডিজাইনার’ নামে একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে। কীভাবে ভিডিও স্পেস চালু করা যায়, তা সেই বার্তায় দেখানো হয়েছে।
আইওএস ও অ্যান্ড্রয়েড—উভয় অপারেটিং সিস্টেমে সুবিধাটি ব্যবহার করা যাবে। এ জন্য স্পেস তৈরি করার সময় ‘এনাবল ভিডিও’ টগলটি চালু করে দিতে হবে। তবে স্পেসে সরাসরি ভিডিও সুবিধা ব্যবহারেও এক্সের কিছু নীতিমালা মানতে হবে ব্যবহারকারীদের।
গত বছরের ডিসেম্বরে স্পেসেসে ভিডিও সুবিধা যুক্ত করা হবে বলে ঘোষণা দেন ইলন মাস্ক। এ সুবিধা চালুর ফলে এক্সের স্পেসেস থেকে জুম বা গুগল মিটের মতো ভিডিও সম্মেলন করা যাবে। বলা হচ্ছে, এ সুবিধা চালু হলে স্পেসেসে অন্যদের সঙ্গে আরও কার্যকরভাবে যোগাযোগ করা যাবে। ফলে অন্য ভিডিও সম্মেলনের জন্য অন্য অ্যাপ বা সফটওয়্যার ব্যবহারের প্রয়োজন পড়বে না।
সম্প্রতি এক্সের সব ব্যবহারকারীর জন্য অডিও ও ভিডিও কল করার সুবিধা চালুর ঘোষণা দিয়েছে এক্স।
এ ঘোষণার পরপরই স্পেসেসে সরাসরি ভিডিও যুক্তের ঘোষণা এল। এর আগে শুধু এক্সের প্রিমিয়াম ব্যবহারকারীরা এ সুবিধা ব্যবহার করতে পারতেন। এদিকে গত বছরের অক্টোবরে এক্স প্ল্যাটফর্মে সরাসরি ভিডিও সম্প্রচার সুবিধা চালু হয়। এ সুবিধা চালুর ঘোষণায় ইলন মাস্ক নিজেই তার অ্যাকাউন্ট থেকে একটি সরাসরি (লাইভ) ভিডিও সম্প্রচার করেন।
সূত্র: ম্যাশেবল