ফায়ারফক্স ব্রাউজারে একাধিক নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। এসব ত্রুটির মধ্যে কয়েকটি বেশ ভয়ংকর, যা কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই ব্যবহারকারীদের যন্ত্রে নতুন কোড যুক্ত করে সাইবার হামলা চালাতে পারে। ফায়ারফক্স ব্রাউজারে থাকা নিরাপত্তাত্রুটিগুলোর সন্ধান পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। এরই মধ্যে দেশটির নাগরিকদের ব্রাউজারটি ব্যবহারে সতর্কও করেছে তারা।
কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের তথ্যমতে, ‘ফায়ারফক্স ১১২’ সংস্করণের আগের সব সংস্করণেই একাধিক নিরাপত্তাত্রুটি রয়েছে। এসব নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে দূর থেকে ব্যবহারকারীদের ওপর নজরদারি করার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্যও চুরি করা সম্ভব। তাই সতর্ক না হলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন ফায়ারফক্স ব্রাউজার ব্যবহারকারীরা। সমস্যা সমাধানে ফায়ারফক্স ব্রাউজারের হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা।
সূত্র: গ্যাজেটস নাউ