ইউটিউব
ইউটিউব

ইউটিউবের অব্যবহৃত অ্যাকাউন্টের ভিডিওগুলোও কি মুছে যাবে

গত মঙ্গলবার অ্যাকাউন্ট ব্যবস্থাপনার নতুন নীতিমালা প্রকাশ করেছে গুগল। নীতিমালায় যেসব জিমেইল অ্যাকাউন্ট দুই বছর পর্যন্ত ব্যবহার করা হয়নি, সেগুলো পর্যায়ক্রমে মুছে ফেলার কথা বলেছে প্রতিষ্ঠানটি। এরপরই বিষয়টি নিয়ে প্রযুক্তিবিশ্বে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। অনেকের মনেই প্রশ্ন, দীর্ঘদিন অব্যবহৃত জিমেইল অ্যাকাউন্ট মুছে ফেলা হলে সেগুলোর মাধ্যমে খোলা ইউটিউব অ্যাকাউন্টের কী হবে। অব্যবহৃত অ্যাকাউন্টগুলোর মাধ্যমে আপলোড করা ভিডিও মুছে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন কেউ কেউ।

ইউটিউবের অব্যবহৃত অ্যাকাউন্টের বিষয়ে ব্যবহারকারীদের উদ্বেগের কথা অজানা নয় গুগলের কাছেও। তাই নতুন এক বিবৃতিতে গুগল বলেছে, ‘ইউটিউব ভিডিওর সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট মুছে ফেলার বিষয়ে আপাতত আমাদের কোনো পরিকল্পনা নেই।’ অর্থাৎ দীর্ঘদিন অব্যবহৃত জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে ইউটিউবে আপলোড করা কোনো ভিডিও মুছে ফেলবে না প্রতিষ্ঠানটি।

গুগলের অ্যাকাউন্ট ব্যবস্থাপনার নতুন নীতিমালায় বলা হয়েছে, যেসব জিমেইল অ্যাকাউন্ট দুই বছর পর্যন্ত ব্যবহার করা হয়নি, সেগুলো পর্যায়ক্রমে মুছে ফেলা হবে। মুছে যাওয়া অ্যাকাউন্টগুলো পরবর্তী সময়ে আবেদন করেও চালু করা যাবে না। তবে অ্যাকাউন্টগুলো কাজে লাগিয়ে গুগলের অন্যান্য সুবিধা ব্যবহার করলে, সেগুলো সক্রিয় অ্যাকাউন্ট হিসেবে বিবেচনা করা হবে। ধারণা করা হচ্ছে, বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুতে অব্যবহৃত অ্যাকাউন্টগুলো মুছে ফেলার কার্যক্রম শুরু করতে পারে গুগল।

উল্লেখ্য, নীতিমালা ভঙ্গ না করলে দীর্ঘদিনের পুরোনো ভিডিও মুছে ফেলে না ইউটিউব। এমনকি কোনো ব্যক্তি মারা গেলেও তাঁর অ্যাকাউন্ট অকার্যকর বা মুছে ফেলে না ভিডিও দেখার ওয়েবসাইটটি। ফলে যেকোনো ব্যবহারকারী চাইলেই নিজের বা মৃত স্বজনদের তৈরি পুরোনো ভিডিওগুলো দেখার সুযোগ পেয়ে থাকেন।
সূত্র: টেক ক্রান্চ