গুগল মিট
গুগল মিট

গুগল মিটে নতুন দুই সুবিধা

বিভিন্ন প্রয়োজনে আমরা অনেকে নিয়মিত ভিডিও কল বা ভিডিও চ্যাট করে থাকি। কখনো আবার অফিসের গুরুত্বপূর্ণ বৈঠক করতে হয় ভিডিও কলের মাধ্যমে। আর তাই এবার অনলাইন বৈঠকের সময়ই অন্যদের মতামত জানার জন্য পোল ও প্রশ্নোত্তর সুবিধা চালু করেছে ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার ‘গুগল মিট’।

গুগল মিটে নতুন চালু হওয়া পোল সুবিধা কাজে লাগিয়ে অনলাইনে অফিসের গুরুত্বপূর্ণ বৈঠক চলাকালেই পর্দায় অংশগ্রহণকারী সবার মতামত জানা যাবে। ফলে বিভিন্ন প্রতিষ্ঠান দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে। অপর দিকে প্রশ্নোত্তরের সুবিধা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা যেকোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন। প্রশ্নগুলো পর্দায় দেখা যাওয়ায় বৈঠকে অংশ নেওয়া অন্য ব্যক্তিরাও সেগুলো দেখতে পারবেন। ফলে একই প্রশ্ন একাধিকবার করতে হবে না। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে বক্তাও অনলাইন বৈঠকে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্ন করতে পারবেন।

গুগল মিটে যুক্ত হওয়া নতুন সুবিধাগুলো প্রাথমিকভাবে গুগল এন্টারপ্রাইজ এসেনশিয়াল প্লাস, এন্টারপ্রাইজ স্টার্টার, এন্টারপ্রাইজ প্লাস, এন্টারপ্রাইজ স্ট্যান্ডার্ড, এডুকেশন প্লাসসহ গুগল ফর এডুকেশনের টিচিং অ্যান্ড লার্নিং আপগ্রেড প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে। পর্যায়ক্রমে অন্য ব্যবহারকারীদের জন্য সুবিধাগুলো উন্মুক্ত করা হবে।

উল্লেখ্য, অনলাইন বৈঠকের সময় ভার্চ্যুয়াল পটভূমির পাশাপাশি অ্যাভাটার ব্যবহারের সুযোগ রয়েছে গুগল মিটে। এসব সুবিধা কাজে লাগিয়ে অনলাইন বৈঠকের সময় ভার্চ্যুয়াল পটভূমি ব্যবহারের পাশাপাশি নিজেদের চেহারার বদলে অ্যাভাটার (চেহারার আদলে ছবি বা ইমোজি) ব্যবহার করা যায়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া