মেটার মালিকাধীন ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম তরুণদের কাছে বেশি জনপ্রিয়। ফোর্বস সাময়িকীর তথ্য অনুসারে, ইনস্টাগ্রামে প্রতিদিন গড়ে সাড়ে ৯ কোটি ছবি পোস্ট করা হয়। অসংখ্য পোস্টের ভিড়ে কিছু পোস্ট জনপ্রিয় হয়। অর্থাৎ বেশি লাইক পায়। বিশেষ মুহূর্তের ছবি এখনো ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ শিরোপা জেতার পর লিওনেল মেসির ট্রফি হাতে নিয়ে উল্লাস করার ছবি যেমন ইনস্টাগ্রামে আলোড়ন তুলেছে তেমনি জনপ্রিয় হয়েছে মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর একই টেবিলে বসে দাবা খেলার ছবিও। দেখে নেওয়া যাক এখন পর্যন্ত কোন ১০টি পোস্ট ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পড়েছে।
এখন পর্যন্ত ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পড়েছে লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের ট্রফি হাতে উল্লাস করার পোস্টটিতে। ২০২২ সালের ১৮ ডিসেম্বর পোস্ট করা ছবিটিতে লাইক পড়েছে ৭ কোটি ৫২ লাখ। পোস্টটি দেখা যাবে এই ওয়েব ঠিকানায় ।
একটি লাল মুরগির ডিমের ছবি। সেই ছবিই ইনস্টাগ্রামে বিশ্ব রেকর্ড গড়েছে। ছবিতে শুধু ডিম রয়েছে, আর কিছুই না। এটি ইনস্টাগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ লাইক পাওয়া ছবি। ৬ কোটি ১১ হাজারের বেশি লাইক জমা হয়েছে এটাতে। ২০১৯ সালের ৪ জানুয়ারি, ‘ওয়ার্ল্ড রেকর্ড এগ’ নামে একটি অ্যাকাউন্ট থেকে এই ছবিটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা ছিল, ‘চলুন আমরা সবাই মিলে এই ডিমের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ি।’
ফুটবল বিশ্বকাপ জেতার পর ট্রফি নিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ার ছবি দেন লিওনেল মেসি। সেই পোস্টটি এখন পর্যন্ত ইনস্টাগ্রামের তৃতীয় সর্বোচ্চ লাইক পেয়েছে। ২০২২ সালের ২০ ডিসেম্বর দেওয়া এ পোস্টে লাইক পড়েছে ৫ কোটি ৪৪ লাখ।
২০২২ সালের বিশ্বকাপ ফুটবল শুরুর আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন মেসি ও রোনালদো। সেই ছবিতে মেসি ও রোনালদো মুখোমুখি বসে আছেন। রোনালদোর হাত কপালে ও মেসির এক হাত থুতনিতে। দুজনেই চিন্তামগ্ন, দাবা খেলছেন। তবে খেলাটা কোনো দাবার বোর্ডে হচ্ছে না, হচ্ছে দাবার বোর্ডের নকশায় বানানো একটি স্যুটকেসের ওপর। রোনালদোর অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ইনস্টাগ্রামের এই ছবিটিতে সর্বোচ্চ লাইক পড়ার তালিকায় রয়েছে চতুর্থ স্থানে। ২০২২ সালের ১৯ নভেম্বর দেওয়া এ পোস্টে লাইক পড়েছে ৪ কোটি ২৪ লাখ। এই লিংকে।
বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে মেসির একটি ছবি রয়েছে ইনস্টাগ্রামের সর্বোচ্চ লাইক পাওয়ার তালিকায় পঞ্চম স্থানে। ২০২২ সালে ডিসেম্বরের ১৯ তারিখে পোস্ট করা এ ছবিতে লাইক পড়েছে ৪ কোটি ১৭ লাখ।
বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনায় ফিরে রাজধানী বুয়েনেস আয়ার্সে ট্রফি উঁচিয়ে ভক্তদের দেখান মেসি ও তাঁর দল। সেই ছবিই পোস্ট করেছেন তার অ্যাকাউন্টে ২০২২ সালের ২১ ডিসেম্বর। ৩ কোটি ৪২ লাখ লাইক নিয়ে এই পোস্টটি সর্বোচ্চ লাইক পাওয়ার তালিকায় রয়েছে ষষ্ঠ অবস্থানে।
আল নাসের ফুটবল ক্লাবে যুক্ত হওয়ার খবর দিয়ে জার্সিসহ একটি ছবি দেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২২ সালের ৩০ ডিসেম্বর দেওয়া এ পোস্টে লাইক পড়েছে ৩ কোটি ৪১ লাখ। রয়েছে তালিকার সপ্তম স্থানে।
গত বছর ইনস্টাগ্রাম ব্যবহারকারী জিয়াংজিবিন২৪ একটি সূর্যাস্তের রিলস বা ভিডিও পোস্ট করেন। রিলসে দেখা যায়, আকাশে যেন আগুন লেগেছে। এই রিলসটি ইনস্টাগ্রামের সবচেয়ে বেশি লাইক পাওয়া পোস্টগুলোর একটি এবং একই সঙ্গে সবচেয়ে লাইক পাওয়া রিলস। ২০২৩ সালের ৫ আগস্ট পোস্ট দেওয়া এ রিলসে লাইক পড়েছে ৩ কোটি ৪০ লাখ।
বিশ্বকাপের আসরে কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে সেমিতে ওঠে মরক্কো। কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ার পর হতাশাগ্রস্ত রোনালদোর একটি ছবি পোস্ট করা হয় তাঁর অ্যাকাউন্ট থেকে। এ ছবিতে লাইক পড়েছে ৩ কোটি ৩৮ লাখ। ২০২২ সালের ১১ ডিসেম্বর দেওয়া এ পোস্টটি রয়েছে নবম স্থানে।
ইনস্টাগ্রামের দশম সর্বাধিক লাইক পাওয়া পোস্টটি মার্কিন র্যাপার জাহসেহ ডুয়েন রিকার্ডো অনফ্রয়ের। তিনি এক্সএক্সএক্স টেন্টাসিওন নামে পরিচিত। লাভ ইজ ওয়ার ক্যাপশনে দেওয়া তাঁর ছবিটি ২০১৮ সালের ১৯ মে পোস্ট করা হয়। ৩ কোটি ৩২ লাখ লাইক পেয়েছে ছবিটি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও ফোর্বস ইন্ডিয়া ডটকম