নতুন ধরনের সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা
নতুন ধরনের সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা

এআই প্রযুক্তি ও ক্রিপ্টোকারেন্সির প্রলোভনে অনলাইনে প্রতারণা বাড়ছে

অনলাইনে বিভিন্ন কৌশল অবলম্বন করে ঙপ্রতারণা করে থাকে হ্যাকাররা। সময়ের সঙ্গে সঙ্গে হ্যাকাররা নিজেদের কৌশল পরিবর্তন করায় অনেক ইন্টারনেট ব্যবহারকারীই না বুঝে হ্যাকারদের প্রতারণার শিকার হন। আর তাই হ্যাকারদের প্রতারণা থেকে ইন্টারনেট ব্যবহারকারীদের নিরাপদ রাখতে একটি সতর্কবার্তা প্রকাশ করেছে গুগল। সেই বার্তায় গুগল জানিয়েছে, সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ও ভার্চ্যুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি–বিষয়ক বিভিন্ন তথ্যের মাধ্যমে অনলাইনে প্রতারণার ঘটনা বেড়েছে।

গুগলের তথ্যমতে, সম্প্রতি হ্যাকাররা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে জনপ্রিয় ব্যক্তিদের ডিপফেক ভিডিও তৈরি করে বিভিন্ন খাতে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণা করছে। একইভাবে ভুয়া ক্রিপ্টোকারেন্সি কেনার প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ করছে তারা। শুধু তা–ই নয়, জনপ্রিয় অ্যাপ ও ওয়েবসাইটের নকল সংস্করণ তৈরি করে ব্যবহারকারীর তথ্য চুরির পাশাপাশি ভুয়া পণ্য বিক্রিসহ বিভিন্ন ধরনের প্রতারণা করছে।

গুগল জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় ক্রিপ্টো–প্রতারণার ঘটনা বেশি দেখা যাচ্ছে। চীনের অপরাধ চক্রগুলো এসব প্রতারণায় বেশি সক্রিয়। তারা উচ্চবেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে। আর তাই অনলাইন প্রতারণা থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে প্রতি ছয় মাসে একটি সতর্কবার্তা প্রকাশ করা হবে।

সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে এরই মধ্যে গ্লোবাল অ্যান্টিস্ক্যাম অ্যালায়েন্স ও ডিএনএস রিসার্চ ফেডারেশনের সঙ্গে কাজ শুরু করেছে গুগল। সম্প্রতি অ্যান্ড্রয়েড ফোনে নতুন একটি স্ক্যাম শনাক্তকরণ ফিচারও যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। নতুন এ সুবিধা সন্দেহজনক কল শনাক্ত করতে সাহায্য করার পাশাপাশি ফোনে ক্ষতিকর অ্যাপ ইনস্টল করলেই ব্যবহারকারীদের সতর্ক করবে।
সূত্র: দা হ্যাকার নিউজ ডটকম