গুগলের তৈরি ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে। এই ত্রুটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা চাইলেই উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স ব্যবহারকারীদের যন্ত্রে সাইবার হামলা চালাতে পারে। ফলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা। বিষয়টি জানতে পেরে দ্রুত নিরাপত্তা হালনাগাদ করে ক্রোম ব্রাউজারের নতুন সংস্করণ (১০৫.০. ৫১৯৫.১০২) উন্মুক্ত করেছে গুগল।
ক্রোম ব্রাউজারের এ ত্রুটি খুঁজে পান নাম পরিচয় গোপন রাখা এক নিরাপত্তা গবেষক। তিনিই গুগলকে নিরাপত্তা ত্রুটির তথ্য জানান। এরপরই দ্রুত নিরাপত্তা ত্রুটি হালনাগাদ করে নতুন সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। নিরাপদ থাকতে দ্রুত হালনাগাদ সংস্করণ ব্যবহারের অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।
ক্রোম ব্রাউজারে শনাক্ত হওয়া ত্রুটির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি গুগল। এমনকি কোন বিষয়ে নিরাপত্তা হালনাগাদ করা হয়েছে, তা–ও জানায়নি। ধারণা করা হচ্ছে, হ্যাকারদের থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতেই তথ্য গোপন করছে প্রতিষ্ঠানটি। আর তাই ক্রোমের নতুন সংস্করণ ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারে গুগল।
নিরাপত্তা ত্রুটির কথা জানতে পেরে সিঙ্গাপুরের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম দেশটিতে বসবাসকারীদের দ্রুত ক্রোমের হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শ দিয়েছে। সব ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা পর্যায়ক্রমে হালনাগাদ সংস্করণটি ব্যবহারের সুযোগ পাবেন।
সূত্র: জেডডিনেট