ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজ (ডিএম) পেজে আগে শেয়ার করা রিলস (ছোট দৈর্ঘ্যের ভিডিও) আবার খুঁজতে পারবেন ব্যবহারকারী। এ জন্য ব্যবহারকারী যে বন্ধুর সঙ্গে রিলটি শেয়ার করেছিলেন, তার অ্যাভাটারসহ একটি বাড়তি সুবিধা ডিএম পেজে পাবেন
আগে শেয়ার করা রিল খুঁজে পেতে এবং পরবর্তী সময়ে যেন আবার তা শেয়ার করতে পারেন, সে জন্য এ সুবিধা চালু করছে ইনস্টাগ্রাম। তবে সুবিধাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
এই সুবিধাসংক্রান্ত ফাঁস হওয়া ছবিসহ একটি টুইটার পোস্ট থেকে এ বিষয়ে জানা যায়। পরে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সত্যতা নিশ্চিত করে।
ডিজিটাল আগলার নামে তুরস্কের একটি অ্যাকাউন্ট থেকে করা ওই টুইটে বলা হয়, বন্ধুদের সঙ্গে সম্প্রতি শেয়ার করা রিলস দেখা যাবে, এমন একটি ফিচার পরীক্ষা করছে ইনস্টাগ্রাম। টুইটে যুক্ত করা ছবিতে দেখা যায়, ডিএম পেজের বাঁ পাশে ‘লেটেস্ট শেয়ার’ নামে একটি নতুন সুবিধা রয়েছে। তার নিচে সম্প্রতি শেয়ার করা রিলগুলো অ্যাভাটারসহ আছে।
টেকক্রাঞ্চের প্রতিবেদনে দাবি করা হয়, মেটার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ফিচারটি এখনো বিকাশের পর্যায়ে রয়েছে। অ্যাপে ফিচারটি কীভাবে কাজ করবে, তা-ও ব্যাখ্যা করা হয়েছে প্রতিবেদনটিতে। বলা হয়েছে, ব্যবহারকারীরা একটি ছোট ভিডিও একাধিকবার বিনিময় করলেও এটি শুধু শেষবার যার সঙ্গে বিনিময় করা হয়েছিল, তার অ্যাভাটারসহ একবার প্রদর্শন করবে। তবে রিলস ছাড়া অন্যান্য পোস্টের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে কি না বা কোনো রিল যদি কারও সঙ্গে শেয়ার করা না হয়, সেগুলোর ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে কি না, তা নিশ্চিত করেনি ইনস্টাগ্রাম। এ ছাড়া এই সুবিধা কবে উন্মুক্ত হবে, এ ব্যাপারেও নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।
সূত্র: এনডিটিভি