ছবি: মেটা
ছবি: মেটা

ইনস্টাগ্রাম পোস্টে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে পরীক্ষামূলক উদ্যোগ

শুধু ‘ক্লোজ ফ্রেন্ড’ অর্থাৎ নির্বাচিত বন্ধুরা পোস্ট দেখতে পারবেন এমন সুবিধা নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে ইনস্টাগ্রাম। এর ফলে ইনস্টাগ্রামের পোস্ট সবার জন্য উন্মুক্ত না হয়ে শুধু ক্লোজ ফ্রেন্ডরা দেখতে পারবেন।

প্রযুক্তি–গবেষক অ্যালেজান্দ্রো পালুজ্জি বলছেন, ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম ফিডে কোনো পোস্ট করার ক্ষেত্রে অডিয়েন্স নামে একটি ট্যাব দেখতে পারবেন। এ ট্যাবে ‘এভরিওয়ান’ ও ‘ক্লোজ ফ্রেন্ড’ নামের আলাদা দুটি অপশন দেখা যাবে। এভরিওয়ান চালু করলে সবাই পোস্টটি দেখতে পারবেন এবং ক্লোজ ফ্রেন্ড চালু করলে শুধু নির্বাচিত বন্ধুরাই পোস্টটি দেখতে পারবেন। এ সুবিধা চালুর ফলে এখন ইনস্টাগ্রামের ফিড ও স্টোরিতে নির্বাচন করা বন্ধুদের সঙ্গে ছবি, ভিডিও বা আধেয় শেয়ার করা যাবে।

তবে সুবিধাটি কবে নাগাদ চালু হবে এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো জানা যায়নি। এদিকে ইনস্টাগ্রাম পোস্টে ছবি শেয়ার করার সময় গান যোগ করার সুবিধা সম্প্রতি চালু হয়েছে। এমনকি ফটো ক্যারোসেল ও নোটসে গান যোগ করার সুবিধা নিয়ে পরীক্ষামূলক কার্যক্রমও চালাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমটি।
সূত্র: বিজিআর