কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন বিষয়ের ভিডিও (এআই ভিডিও) তৈরি করা যায়। আর তাই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভিডিও তৈরি করে ইউটিউবে প্রকাশ করছেন অনেকেই। তবে এসব ভিডিওর মাধ্যমে ভুয়া তথ্য ও গুজবও ছড়ানো হয়ে থাকে। সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও প্রকাশের নতুন নিয়ম চালু করেছে ইউটিউব।
নতুন নিয়মে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কোনো ভিডিও তৈরি করা হলে ভিডিওর বর্ণনায় অবশ্যই তা উল্লেখ করতে হবে নির্মাতাদের। ফলে দর্শকেরা সহজেই জানতে পারবেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। শুধু তা-ই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কোনো ভিডিওতে মিথ্যা বা ভুল তথ্য থাকলে সেই ভিডিও স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলবে ইউটিউব।
এক ব্লগ বার্তায় ইউটিউব জানিয়েছে, যেসব নির্মাতা ইউটিউবের নতুন নিয়ম অনুসরণ করবেন না, তাঁদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ইউটিউবের পার্টনার প্রোগ্রাম থেকে সেই ভিডিও নির্মাতা বা চ্যানেলগুলোকে ব্লক করা হবে। ফলে ইউটিউব থেকে আয় করতে পারবেন না তাঁরা।
নতুন এ নিয়মের আওতায় ভিডিও প্রকাশের সময়েই ভিডিও তৈরির পদ্ধতি পর্যালোচনা করবে ইউটিউব। আর তাই নির্মাতারাও ভিডিওর বর্ণনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের কথা উল্লেখ করতে বাধ্য হবেন। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও সহজেই চেনার সুযোগ পাবেন দর্শকেরা।
সূত্র: গ্যাজেটস৩৬০