অ্যান্ড্রয়েডে চলা স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে পুরোনো বার্তা (মেসেজ) খোঁজার নতুন সুবিধা যুক্ত হতে যাচ্ছে। এ সুবিধা ব্যবহার করে তারিখ ধরে পুরোনো মেসেজ খুঁজতে পারবেন ব্যবহারকারীরা। সুবিধাটি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ আ বেটা ইনফো এই তথ্য জানিয়েছে। তাদের তথ্য অনুসারে, অ্যান্ড্রয়েড ২.২৩.২৪.১৬ হালনাগাদে হোয়াটসঅ্যাপের এই পরীক্ষামূলক সুবিধা ব্যবহার করা যাচ্ছে। নতুন এ সুবিধায় নির্দিষ্ট যেকোনো তারিখের পুরোনো মেসেজ সহজেই খুঁজতে পারবেন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপের সার্চ বাটনে ট্যাপ করে একটি ক্যালেন্ডার দেখা যাবে। সেখান থেকে কাঙ্ক্ষিত তারিখ নির্বাচন করলে সে তারিখের পুরোনো বার্তার খুঁজে পাওয়া যাবে। ডব্লিউ আ বেটা ইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, নির্দিষ্ট তারিখ ধরে হোয়াটসঅ্যাপ মেসেজ খোঁজার এ সুবিধা পরবর্তী হালনাগাদে উন্মুক্ত করা হবে।
এদিকে অ্যাকাউন্টের নিরাপত্তা আরও বাড়াতে ই-মেইল ঠিকানা যোগ করতে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে ই-মেইল ঠিকানা যোগ করা হলেও ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে ফোন নম্বর ব্যবহার করতে হবে। ফোন নম্বর দিয়েই ব্যবহারকারীকে খুঁজে পাওয়া যাবে। অ্যাকাউন্ট চালুর পর বাড়তি নিরাপত্তার জন্য ব্যবহারকারী ই-মেইল ঠিকানা যোগ করতে পারবেন। এরপর ফোন নম্বর ছাড়া ই-মেইল ঠিকানা দিয়েও হোয়াটসঅ্যাপে ঢোকার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এখন বেটা সংস্করণে ব্যবহার করা গেলেও খুব শিগগিরই সবার জন্য সুবিধাটি উন্মুক্ত করা হবে।
সূত্র: গ্যাজেটস নাউ