নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সবাইকে সচেতন করতে অক্টোবর মাসজুড়ে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস (ক্যাম) কর্মসূচির প্রচারণা চালাবে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক জাতীয় কমিটি (এনসিসিএ) এবং সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিক্যাফ)। ‘সচেতন রই, সাইবার স্মার্ট হই’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠেয় এ কর্মসূচির আওতায় সারা দেশে চারটি বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। আজ শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল ফোন সংযোগদাতা রবি, প্রযুক্তিপ্রতিষ্ঠান এফ ফাইভ, সফোস, মিডিয়া মিক্স কমিউনিকেশনস ও সাইবার প্যারাডাইসের পৃষ্ঠপোষকতায় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস বাস্তবায়ন করা হবে। কর্মসূচির মধ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে ‘ব্যক্তিগত তথ্যের সুরক্ষা’, দ্বিতীয় সপ্তাহে ‘অনলাইন কেনাকাটায় প্রতারণা প্রতিরোধ’, ‘তৃতীয় সপ্তাহে ‘সাইবার বুলিং’ এবং চতুর্থ সপ্তাহে ‘অনলাইনে নারী ও শিশুর নিরাপত্তা’ নিয়ে সারা দেশে প্রচারণা চালানো হবে।
অক্টোবর মাসজুড়ে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস (ক্যাম) কর্মসূচির আওতায় ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সেমিনার, মতবিনিময় সভা, বিতর্ক প্রতিযোগিতা, গোলটেবিল বৈঠক, কুইজ প্রতিযোগিতা, ওয়েবিনারসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সভাপতি কাজী মুস্তাফিজ বলেন, ‘সাইবার সুরক্ষার জন্য মূলত প্রযুক্তির নিরাপদ ব্যবহারের সংস্কৃতি তৈরি করা প্রয়োজন। এ জন্য জনসচেতনতা তৈরি করে ব্যবহারকারীদের আচরণগত পরিবর্তনের মাধ্যমে একটি প্রতিশ্রুতিশীল সুস্থ সাইবার সংস্কৃতি গড়ে তোলার সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।’