স্ন্যাপচ্যাটের মাই এআই চ্যাটবট
স্ন্যাপচ্যাটের মাই এআই চ্যাটবট

স্ন্যাপচ্যাটের এআই চ্যাটবটে নিরাপত্তা শঙ্কা

গত ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্রযুক্তি কাজে লাগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধার ‘মাই এআই’ চ্যাটবট চালু করে স্ন্যাপচ্যাট। চ্যাটবটটিতে থাকা ক্যামেরা ফিল্টার ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ছবি তোলার পাশাপাশি সেগুলো আদান-প্রদান করা যায়। চাইলে বিভিন্ন প্রশ্নের উত্তর জানার পাশাপাশি ছবিতে থাকা বিভিন্ন স্টিকারও পরিবর্তন করা যায় চ্যাটবটটির মাধ্যমে। ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পেলেও চ্যাটবটটির গোপনীয়তা সুরক্ষা নীতিমালা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা দ্য ইনফরমেশন কমিশনারস অফিস (আইসিও)।

এক ব্লগ বার্তায় দ্য ইনফরমেশন কমিশনারস অফিস জানিয়েছে, স্ন্যাপচ্যাটের মাই এআই চ্যাটবটে শিশুদের গোপনীয়তা সুরক্ষা নিয়ে সম্ভাব্য ঝুঁকি নির্ধারণ ও মূল্যায়নের ঘাটতি রয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, মাই এআই চালুর আগে স্ন্যাপচ্যাট যে সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন করেছে, তাতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আদান-প্রদান করা তথ্যের নিরাপত্তা বিষয়ে পর্যাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হয়নি। বিশেষ করে শিশুদের বিষয়টি বিবেচনায় করা হয়নি।

দ্য ইনফরমেশন কমিশনারস অফিসের তথ্যমতে, শিশুদের গোপনীয়তা সুরক্ষা নিয়ে উদ্বেগের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে স্ন্যাপচ্যাটকে যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে শিশুদের তথ্য সুরক্ষার বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপের তথ্য জানাতে না পারলে যুক্তরাজ্যে মাই এআই ব্যবহার নিষিদ্ধ করা হতে পারে।

সূত্র: গ্যাজেটস নাউ