সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সঙ্গে বিল্ট-ইনভাবে যুক্ত থাকে মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস। এর ফলে অন্য প্রতিষ্ঠানের তৈরি অ্যান্টিভাইরাস ব্যবহার না করলেও বেশির ভাগ সাইবার হামলা থেকে ব্যবহারকারীরা নিরাপদে থাকেন। কিন্তু সম্প্রতি নিজেদের তৈরি অ্যান্টিভাইরাসটিতে একটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত করেছে মাইক্রোসফট।
মাইক্রোসফটের তথ্যমতে, মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাসে একটি ত্রুটি পাওয়া গেছে। অ্যান্টিভাইরাসটির গ্লোবাল ফাইল সার্চে থাকা এই ত্রুটির কারণে গোপন তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। তবে এরই মধ্যে ত্রুটিটির সমাধান করা হয়েছে। আর তাই উইন্ডোজ ব্যবহারকারীদের এ বিষয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।
মাইক্রোসফট এক নিরাপত্তা নোটে ত্রুটিটির বিস্তারিত তুলে ধরে জানিয়েছে, গ্লোবাল ফাইল সার্চে থাকা এই ত্রুটি কাজে লাগিয়ে যেকোনো ব্যক্তি সহজেই সংবেদনশীল তথ্য নেটওয়ার্কে প্রকাশ করতে পারত। এর ফলে গোপন ফাইল অন্যদের কাছে পাঠানোর সুযোগ তৈরি হয়েছিল। তবে এখন পর্যন্ত এই ত্রুটির মাধ্যমে কোনো ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেনি।
সূত্র: ম্যাশেবল