সাইবার হামলার প্রতীকী ছবি
সাইবার হামলার প্রতীকী ছবি

সাইবার হামলার কবলে ডোমেইন বিকিকিনির ওয়েবসাইট গোড্যাডি

ওয়েবসাইটের ডোমেইন বিকিকিনির জনপ্রিয় ওয়েবসাইট গোড্যাডিডটকমে বড় ধরনের সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। বিষয়টি স্বীকার করে ওয়েব হোস্টিং প্ল্যাটফর্মটি জানিয়েছে, সাইবার হামলা চালিয়ে হ্যাকাররা গোপনে ম্যালওয়্যার যুক্ত করার পাশাপাশি সোর্স কোডও চুরি করেছে। সাইবার হামলার বিস্তারিত তথ্য জানতে নিরাপত্তা বিশেষজ্ঞদের পাশাপাশি বিশ্বজুড়ে একাধিক আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করছে গোড্যাডিডটকম।

এক বিবৃতিতে গোড্যাডিডটকম জানিয়েছে, হ্যাকারদের লক্ষ্য ছিল ফিশিং ও ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট ও সার্ভারে সাইবার হামলা চালানো। হ্যাকারদের একটি দল সুপরিকল্পিতভাবে এবং একসঙ্গে এ সাইবার হামলা চালিয়েছে।

উল্লেখ্য, ডোমেইন কেনার জন্য বিভিন্ন ওয়েবসাইট থাকলেও জনপ্রিয়তার শীর্ষ রয়েছে গোড্যাডিডটকম। আর তাই ওয়েব হোস্টিং প্ল্যাটফর্মটিতে সাইবার হামলার ফলে তাদের কাছ থেকে কেনা অন্য কোনো ওয়েবসাইটে ম্যালওয়্যার ছড়িয়েছে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি গোড্যাডিডটকম কর্তৃপক্ষ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া