তথ্য খোঁজায় নতুন মাত্রা দিচ্ছে গুগল লেন্স
তথ্য খোঁজায় নতুন মাত্রা দিচ্ছে গুগল লেন্স

ভিজ্যুয়াল সার্চ ইতিহাস সংরক্ষণ করবে গুগল লেন্স

নতুন হালনাগাদে স্বয়ংক্রিয়ভাবে ছবি দিয়ে তথ্য খোঁজার (ভিজ্যুয়াল সার্চ) ইতিহাস সংরক্ষণের সুবিধা আনছে গুগল লেন্স। ফলে ব্যবহারকারী পরবর্তী সময়ে গুগল লেন্সে সার্চ ইতিহাস দেখার সুযোগ পাবেন। লেন্সের নতুন সুবিধাটি গুগল ক্রোম ব্রাউজারের ব্রাউজিং হিস্ট্রির মতোই হবে।

নাইন টু ফাইভ গুগলের প্রতিবেদন অনুসারে, গুগল লেন্সের শাটার বোতাম দিয়ে তোলা ছবি সাধারণত যন্ত্রে সংরক্ষিত হয় না। এই বোতামে তোলা ছবির সার্চ বিশ্লেষণের জন্য গুগলে পাঠানো হয় এবং পরবর্তী সময়ে ব্যবহারকারী শাটার বোতাম দিয়ে তোলা ছবিটি যন্ত্রে দেখতে পারেন না।

নতুন এ সুবিধার ফলে গুগল লেন্স স্বয়ংক্রিয়ভাবে সার্চ ইতিহাস সংরক্ষণ করবে। ফলে শাটার বাটন ব্যবহার করে তোলা এসব ছবিও পরবর্তী সময়ে দেখা যাবে। নতুন এ সুবিধায় শুধু স্মার্টফোনের গুগল অ্যাপ ব্যবহার করে ভিজ্যুয়াল সার্চ ইতিহাস সংরক্ষণ করবে গুগল লেন্স।

তবে গুগলের নতুন সার্চ সুবিধা সার্কেল টু সার্চের ভিজ্যুয়াল সার্চ ইতিহাসের ফলে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে না। টেক্সট ও ভয়েস সার্চ ইতিহাসের মতোই এই ওয়েব ঠিকানায় (myactivity.google.com) প্রবেশ করে গুগল লেন্স সার্চ ইতিহাস দেখা যাবে এবং গুগল লেন্সের শাটার বোতাম দিয়ে তোলা ছবি নামানো যাবে। সেটিংস অপশনে গিয়ে সুবিধাটি চালু করতে হবে। এই ওয়েবসাইটে (myaccount.google.com) প্রবেশের পর ইনক্লুড ভিজ্যুয়াল সার্চ হিস্ট্রি অপশন নির্বাচন করতে হবে।

সুবিধাটি এখন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। ধারাবাহিকভাবে সব ব্যবহারকারী সুবিধাটি ব্যবহারের সুযোগ পাবেন। যাঁরা সুবিধাটি ব্যবহারের সুযোগ পাবেন, তাঁদের গুগল লেন্স অ্যাপে পপআপ বার্তার মাধ্যমেও অবগত করবে গুগল।
উল্লেখ্য, গুগলের সাধারণ সার্চ ইঞ্জিনে ব্যবহারকারীর লিখিত বিভিন্ন প্রাসঙ্গিক শব্দ বা কি-ওয়ার্ডের ওপর ভিত্তি করে ফলাফল প্রদর্শন করে গুগল। লিখিত শব্দ বা বর্ণ ছাড়াও ছবি দিয়ে গুগলে তথ্য খোঁজা এবং প্রাসঙ্গিক ফলাফল পেতে গুগল লেন্স ব্যবহার করা হয়।

সূত্র: নাইন টু ফাইভ গুগল ডট কম