এখন থেকে খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারে দেওয়া কোন টুইটে কতজন বুকমার্ক দিয়েছেন, তা দেখা যাবে। পাশাপাশি প্রতিটি টুইটের রি–টুইট, মন্তব্য ও লাইকের সংখ্যা দেখানোর সুবিধাও চালু করেছে টুইটার। তবে এ সুবিধা শুধু আইওএস অপারেটিং সিস্টেমে চলা যন্ত্র, অর্থাৎ আইফোন ও আইপ্যাডে পাওয়া যাবে। ইলন মাস্কের মালিকানাধীন টুইটারের সাপোর্ট অ্যাকাউন্ট থেকে দেওয়া এক টুইটে এ সুবিধার কথা জানানো হয়েছে।
ওই টুইটে বলা হয়েছে, বুকমার্ক গণনা সুবিধার ফলে ব্যবহারকারী ওই টুইট সংরক্ষণ করে রাখতে পারবেন এবং যেকোনো সময় টুইটে প্রবেশ করতে পারবেন। তবে এই সুবিধাটি ব্যক্তিগত থেকে যাবে। অর্থাৎ কোন টুইট কতজন বুকমার্ক করেছেন, সেই সংখ্যা জানা গেলেও কোন কোন ব্যবহারকারী বুকমার্ক করেছেন, তাঁদের পরিচয় জানা যাবে না। যদিও আইওএস–চালিত যন্ত্র ব্যবহার করা থেকে বুকমার্কের সংখ্যা দেখা যাবে।
টুইটার বলেছে, আপাতত এই সুবিধা আইওএস সিস্টেমে চলা যন্ত্রে পাওয়া গেলেও পরে অন্যান্য প্ল্যাটফর্মেও চালুর পরিকল্পনা রয়েছে। ইলন মাস্ক প্রতিষ্ঠানটির মালিকানা নেওয়ার পর গত জানুয়ারি মাসের শুরু থেকে বুকমার্ক সুবিধাসহ নানা সুবিধা চালু, বন্ধসহ একাধিক পরীক্ষা-নিরীক্ষা করছেন। এর আগে মাস্ক বুকমার্ক বাটনকে ‘ডি ফ্যাক্টো সাইলেন্ট লাইক’ হিসেবে উল্লেখ করেছিলেন।
সম্প্রতি টুইটার কর্তৃপক্ষ আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য তাদের ‘ফিড অ্যালগরিদম’–এও পরিবর্তন এনেছে। এই পরিবর্তনের ফলে ব্যবহারকারী সর্বশেষ ব্যবহারের সময় যে ট্যাবে ছিলেন, পুনরায় চালুর পর ওই ট্যাব দেখতে পান।
সূত্র: এনডিটিভি