প্রযুক্তির এই দিনে: ১ মে ১৯৬৪

টাইমশেয়ারিং সিস্টেম চালু

১ মে ১৯৬৪

টাইমশেয়ারিং সিস্টেম চালু

একই সময়ে এক প্রোগ্রাম একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারেন—এমন কম্পিউটার সিস্টেম চালু করেছিলেন যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজের দুই অধ্যাপক টমাস ই কুর্টজ ও জন জি কেমেনি।

১৯৬৪ সালের ১ মে তাঁরা তাঁদের তৈরি সহজ প্রোগ্রামিং ভাষা বেসিক দিয়ে এমন এক সিস্টেম চালু করেন, যাতে সময় ভাগাভাগি করে তাঁদের শিক্ষার্থীরা দ্রুত শিখতে পারেন।যুগান্তকারী এ ব্যবস্থা একাধিক ব্যবহারকারীকে একটি প্রসেসর ব্যবহার করে একই সময় কম্পিউটার প্রোগ্রাম চালানোর সুযোগ করে দেয়।
টমাস ই কুর্টজ ও জন জি কেমেনি ১৯৬৩ সালে কম্পিউটার প্রোগ্রাম লেখার জন্য সহজ সরল বেসিক ভাষা প্রণয়ন করেছিলেন।
সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি