গুগল মিট
গুগল মিট

ভিডিও কলের সময় নির্দিষ্ট ফ্রেম মুছে ফেলার সুযোগ দেবে গুগল মিট

বিভিন্ন প্রয়োজনে আমরা অনেকে নিয়মিত ভিডিও কল বা ভিডিও চ্যাট করে থাকি। কখনো আবার অফিসের গুরুত্বপূর্ণ বৈঠক করতে হয় ভিডিও কলের মাধ্যমে। আর তাই ভিডিও কলের সময় ঘরের বা অফিসের ছবি গোপন রাখতে বিভিন্ন ধরনের স্থির দৃশ্যযুক্ত বা ভার্চ্যুয়াল পটভূমি ব্যবহার করেন কেউ কেউ। তবে এসব পটভূমি অনেক সময় দৃষ্টিকটু হয়ে থাকে, ফলে বৈঠকে অংশ নেওয়া অন্যরা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। সমস্যা সমাধানে ভিডিও কলের সময় পর্দা থেকে নির্দিষ্ট ফ্রেম মুছে ফেলার সুযোগ চালু করেছে গুগল মিট।

নতুন এ সুবিধা চালুর ফলে ভিডিও কলের সময় নির্দিষ্ট ব্যক্তির ছবিযুক্ত ছোট ফ্রেম পর্দা থেকে মুছে ফেলা যাবে। বৈঠকে অংশগ্রহণকারীরা পর্দায় সেই ব্যক্তির ছবি দেখতে না পেলেও তার কথা শুনতে পারবেন। শুধু তা-ই নয়, যে ব্যক্তির ফ্রেম মুছে ফেলা হবে, তিনিও অন্যদের কথা শুনতে পারবেন, ফলে স্বচ্ছন্দে আলোচনা করা যাবে।

গুগল মিটের তথ্যমতে, ফোনের পাশাপাশি কম্পিউটার থেকেও ভিডিও কলের সময় নির্দিষ্ট ফ্রেম মুছে ফেলা যাবে। চাইলে একাধিক ফ্রেমও মুছে ফেলার সুযোগ মিলবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুযোগ পাবেন।

উল্লেখ্য, অনলাইন বৈঠকের সময় ভার্চ্যুয়াল পটভূমির পাশাপাশি অ্যাভাটার ব্যবহারের সুযোগ রয়েছে গুগল মিটে। এসব সুবিধা কাজে লাগিয়ে অনলাইন বৈঠকের সময় ভার্চ্যুয়াল পটভূমি ব্যবহারের পাশাপাশি নিজেদের চেহারার বদলে অ্যাভাটার (চেহারার আদলে ছবি বা ইমোজি) ব্যবহার করা যায়।
সূত্র: দ্য ভার্জ