হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ থেকে অন্য অ্যাপে কল করার পাশাপাশি বার্তাও পাঠানো যাবে

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর। হোয়াটসঅ্যাপ থেকেই অন্য অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে অডিও-ভিডিও কল করার পাশাপাশি বার্তাও পাঠানো যাবে। নিজেদের অ্যাপ থেকে অন্য প্রতিষ্ঠানের অ্যাপে প্রবেশের সুযোগ দিতে শিগগিরই ইন্টার–অপারেবল সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

বাজার বিশ্লেষকদের ধারণা, ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্টের (ডিএমএ) শর্ত পূরণের জন্য নিজেদের অ্যাপ থেকে অন্য প্রতিষ্ঠানের অ্যাপে প্রবেশের সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ বন্ধ না করেই অন্য অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করা যাবে। নতুন এ সুবিধা প্রাথমিকভাবে শুধু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয় চালু করা হবে।

প্রসঙ্গত, বড় প্রতিষ্ঠানগুলোর একক আধিপত্য কমিয়ে সমান প্রতিযোগিতার ক্ষেত্র তৈরির জন্য ডিজিটাল মার্কেটস অ্যাক্ট নীতিমালা প্রণয়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয় প্রতি মাসে সাড়ে চার কোটি ব্যবহারকারী থাকা সব প্রযুক্তিপ্রতিষ্ঠান বা প্ল্যাটফর্মকে এই আইন বাধ্যতামূলকভাবে মানতে হবে বলে জানিয়েছে সংস্থাটি।
সূত্র: নিউজ১৮ ডটকম