উদ্ভাবক, যন্ত্র ও তড়িৎ প্রকৌশলী নিকোলা টেসলা ১৮৯৮ সালের ৮ নভেম্বর রিমোট কন্ট্রোল উদ্ভাবন করেন।
৮ নভেম্বর ১৮৯৮
নিকোলা টেসলার রিমোট কন্ট্রোল উদ্ভাবন
এখন রিমোট বললেই সবাই চেনেন। টিভি থেকে শুরু করে বিভিন্ন তড়িৎ ও ইলেকট্রনিকস যন্ত্র দূর থেকে নিয়ন্ত্রণ করা হয় যে যন্ত্র দিয়ে, সেটি রিমোট কন্ট্রোল। উদ্ভাবক, যন্ত্র ও তড়িৎ প্রকৌশলী নিকোলা টেসলা ১৮৯৮ সালের ৮ নভেম্বর রিমোট কন্ট্রোল উদ্ভাবন করেন। বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় আধুনিক অলটারনেটিং কারেন্ট বা এসি উন্নয়নের জন্য টেসলা বেশি পরিচিত।
তারযুক্ত ও তারবিহীন দুই ধরনের রিমোট কন্ট্রোল যন্ত্রই ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে তৈরি হয়। সে সময় সামরিক বাহিনীর মানুষবিহীন যান ও টর্পেডো নিয়ন্ত্রণের জন্য এই যন্ত্র তৈরি করা হয়। ১৮৭০ সালে তারযুক্ত এই রিমোট জার্মান প্রকৌশলী ভার্নার ফন সিমেন্স এবং ১৮৯৭ সালে তারবিহীন রিমোট তৈরি করেন ব্রিটিশ প্রকৌশলী আর্নেস্ট উইলসন ও সি জে ইভানস। নিকোলা টেসলা ১৮৯৮ সালে তাঁর উদ্ভাবিত রিমোট কন্ট্রোল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রদর্শন করেন। এটি ছিল বেতার নিয়ন্ত্রিত (আরসি) রিমোট। এটি দিয়ে তিনি একটি খেলনা নৌকা (আরসি বোট) চালিয়ে দেখান।
টেসলার তৈরি যন্ত্রের পথ ধরেই পরবর্তী সময়ে রিমোট কন্ট্রোলের বিবর্তন হতে থাকে। তারবিহীন যোগাযোগ ও বেতার উদ্ভাবনের বেশ কটি পেটেন্ট আছে টেসলার নামে। তিনিই প্রথম এক্স–রে ফটো ধারণ করেছিলেন। নিকোলা টেসলা ১৮৫৬ সালের ১০ জুলাই বর্তমান ক্রোয়েশিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৪৩ সালের ৭ জানুয়ারি তিনি মারা যান।
৮ নভেম্বর ১৯২৩
আইসির উদ্ভাবক জ্যাক কিলবির জন্ম
ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসির সহ–উদ্ভাবক জ্যাক কিলবি যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের জেফারসন সিটিতে জন্মগ্রহণ করেন। বেশ কয়েক বছর ইলিনয় বিশ্ববিদ্যালয় ও উইসকনসিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর কিলবি টেক্সাস ইনস্ট্রুমেন্টস ইনকরপোরেটেডে যোগ দেন। এখানেই তিনি ১৯৫৮ সালে আইসি উদ্ভাবন করেন। তিনি প্রমাণ করেন, রেজিস্টর ও ক্যাপাসিটর একই সেমিকন্ডাকটর উপাদানে থাকতে পারে। জ্যাক কিলবির প্রথম আইসিতে পাঁচটি উপাদান সিলভার অব জার্মেনিয়ামের সঙ্গে তার দিয়ে যুক্ত ছিল।
জ্যাক কিলবি ১৯৫৮ সালের ১২ সেপ্টেম্বর তাঁর উদ্ভাবিত মাইক্রোচিপ প্রদর্শন করেন। তিনি হাতে বহনযোগ্য ক্যালকুলেটের ও থার্মাল প্রিন্টারও উদ্ভাবন করেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ভিত রচনা করায় জ্যাক কিলবি ২০০০ সালে হার্বার্ট ক্রোয়েমার ও ঝোরেস আই অ্যালফেরভের সঙ্গ যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। ২০০৫ সালের ২০ জুন তিনি মারা যান।
৮ নভেম্বর ১৯৯৯
মার্কিন প্রেসিডেন্টের প্রথম ওয়েবকাস্ট
তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রথমবারের মতো প্রেসিডেনশিয়াল ওয়েবকাস্টে (ওয়েবে সম্প্রচারিত অনুষ্ঠান বিশেষ) অংশ নেন। এই ওয়েবকাস্টের আয়োজন করেছিল এক্সাইট অ্যাট হোম ও ডেমোক্রেটিক লিডারশিফ কাউন্সিল (ডিএলসি)। ওয়েবভিত্তিক এই অনুষ্ঠান হয়েছিল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে ওয়েবে সম্প্রচার করা হয়।