অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অনাকাঙ্ক্ষিত বা স্প্যাম বার্তা থেকে রক্ষার জন্য নিজেদের মেসেজেস অ্যাপে স্প্যাম সতর্কবার্তা প্রদর্শনসহ মোট পাঁচটি নিরাপত্তার সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। শিগগিরই এসব সুবিধা সবার জন্য উন্মুক্ত হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এই পাঁচ নিরাপত্তার সুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক।
১. অজানা লিংকে সতর্কবার্তা
অপরিচিত ব্যক্তির পাঠানো বার্তার মধ্যে কোনো ওয়েবসাইটের লিংক থাকলে ব্যবহারকারীকে সতর্ক করবে গুগল মেসেজেস। সন্দেহজনক লিংক থাকলে বার্তাটি ব্লকও করে দেবে। এই সুবিধা বর্তমানে পরীক্ষামূলকভাবে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ব্যবহার করা যাচ্ছে।
২. সংবেদনশীল ছবি বা ভিডিও ঝাপসা করে প্রদর্শন
গুগল মেসেজেস অ্যাপের মাধ্যমে বার্তার পাশাপাশি ছবি বা ভিডিও পাঠানো যায়। কিন্তু এসব ছবি বা ভিডিওতে অশ্লীল বা সংবেদনশীল তথ্য থাকলে বিব্রত হন অনেকেই। এ সমস্যা সমাধানে মেসেজেস অ্যাপে সংবেদনশীল ছবি বা ভিডিও ঝাপসা করে প্রদর্শনের সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। শুধু তা–ই নয়, এ ধরনের ছবি বা ভিডিও পাঠানোর আগে ব্যবহারকারীদের সতর্কও করবে অ্যাপটি।
৩. স্ক্যাম শনাক্তকরণ
গুগল মেসেজেসে অন-ডিভাইস স্ক্যাম শনাক্তকরণ প্রযুক্তি রয়েছে। এ সুবিধাটি স্প্যাম এসএমএস শনাক্ত করতে পারে। নতুন সুবিধা যুক্ত হলে স্ক্যাম বার্তাগুলোর বিষয়ে ব্যবহারকারীদের আলাদা করে সতর্ক করবে মেসেজেস অ্যাপ।
৪. পরিচয় যাচাই
অপরিচিত ব্যক্তির নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে প্রতারণার ঝুঁকি কমাতে গুগল মেসেজেস অ্যাপে যুক্ত হচ্ছে পরিচয় যাচাইয়ের সুবিধা। সুবিধাটি চালু হলে ব্যবহারকারী চাইলে প্রেরকের পরিচয় সহজেই যাচাই করতে পারবেন।
৫. আন্তর্জাতিক স্ক্যাম মেসেজ ব্লক
নতুন এই সুবিধা চালু হলে ব্যবহারকারী তাঁর পরিচিত নন, এমন আন্তর্জাতিক নম্বর থেকে আসা মেসেজ ব্লক করতে পারবেন। মেসেজগুলো ‘স্প্যাম অ্যান্ড ব্লক’ ফোল্ডারে জমা থাকবে।