গত শুক্রবার থেকে বিশ্বের বিভিন্ন দেশে আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের আইফোন বিক্রি শুরু করেছে অ্যাপল। কিন্তু বাজারে আসার তিন দিন পরই আইফোন ১৬ প্রো মডেলের স্পর্শনির্ভর পর্দা ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন ক্রেতা। তাদের দাবি, আইফোন ১৬ প্রো মডেলের আইফোনের পর্দায় ট্যাপ বা সোয়াইপ করলে কিছুটা ধীরে কাজ করছে।
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’-এ একজন ব্যবহারকারী প্রথম এই সমস্যার কথা জানান। তিনি অভিযোগ করেন, ক্যামেরা কন্ট্রোল বোতামের পাশে হাতের কোনো অংশ স্পর্শ করা থাকলে আইফোনের পর্দা ঠিকমতো কাজ করছে না। অন্য একজন রেডিট ব্যবহারকারী একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন। তাঁর ধারণা, আইফোনের ক্যাপচার বাটনের কারণেই এ সমস্যা হচ্ছে। বেশ কয়েকজন ব্যবহারকারীর মতে আইফোনের চারপাশে সরু ধাতব ফ্রেম থাকায় ব্যবহারকারীদের হাতের তালু আইফোনের পর্দা স্পর্শ করে থাকে। এর ফলে পর্দার অন্য স্থান স্পর্শ করলে তা সাড়া দেয় না। আইফোনে অতি সংবেদনশীল স্পর্শ প্রতিরোধী অ্যালগরিদম ব্যবহার করায় এ ধরনের সমস্যা হচ্ছে।
অন্য এক ব্যবহারকারী এই সমস্যা সম্পর্ক বলেন, ‘আমি টাইপ করার সময় বাটনের সাড়া পাচ্ছিলাম না। তবে ব্যবহারকারীদের অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি অ্যাপল। আইফোন ১৬ প্রো মডেলের স্পর্শনির্ভর পর্দা ঠিকমতো কাজ না করার বিষয়ে এক প্রতিবেদনে নাইনটুফাইভ ম্যাক জানিয়েছে, এটি হার্ডওয়্যারের কোনো ত্রুটি না, সফটওয়্যার বাগ। আইওএস হালনাগাদ করলে ঠিক হতে পারে।
সূত্র: ডেইলি মেইল