জাপানের রাজধানী টোকিও গত ২১ ফেব্রুয়ারি একটি অপেরা শোতে লেজার আলোর খেলা
জাপানের রাজধানী টোকিও গত ২১ ফেব্রুয়ারি একটি অপেরা শোতে লেজার আলোর খেলা

প্রথম লেজার রশ্মি

১৬ মে ১৯৬০

প্রথম লেজার রশ্মি। মার্কিন প্রকৌশলী ও পদার্থবিজ্ঞানী থিওডোর মেইম্যানপৃথিবীতে সফলভাবে প্রথম লেজার রশ্মি প্রদর্শন করেন।

১৯৩৮

আইভান সাদারল্যান্ডের জন্মদিন
আইভান সাদারল্যান্ড যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) স্কেচপ্যাডের উদ্ভাবক। তাঁকে কম্পিউটার গ্রাফিকসের জনক বলা হয়।

২০০৬

এল অ্যাপলের ম্যাকবুক
২০০৬ সালের ১৬ মে অ্যাপল কম্পিউটার তার নিজস্ব ল্যাপটপ বা নোটবুক কম্পিউটার বাজারে ছাড়ার ঘোষণা দেয়।

কম্পিউটারে প্রথম এইচডি ডিভিডি
২০০৬ সালের ১৬ মে প্রথমবারের মতো কম্পিউটারের জন্য এইচডি ডিভিডি প্লেয়ার তৈরি করে জাপানি প্রতিষ্ঠান তোশিবা।

১৬ মে ১৯৬০
প্রথম লেজার রশ্মি
মার্কিন প্রকৌশলী ও পদার্থবিজ্ঞানী থিওডোর মেইম্যান (১১ জুলাই ১৯২৭-৫ মে ২০০৭) ১৯৬০ সালের ১৬ মে পৃথিবীতে সফলভাবে প্রথম লেজার রশ্মি প্রদর্শন করেন। মেইম্যানের লেজার লেড থেকে পরবর্তী সময়ে অন্যান্য ধরনের লেজার রশ্মির উন্নয়ন ঘটেছে। একই বছরের ৭ জুলাই মেইম্যানের নিয়োগকর্তা হুগেস এয়ারক্র্যাফট কোম্পানি একটি সংবাদ সম্মেলনে লেজার রশ্মির ঘোষণা দেয়। লেজারের পেটেন্টও পান মেইম্যান।
লেজার রশ্মি দেখানের এই দিনটিকে ইউনেস্কো ২০১৭ সালে আন্তর্জাতিক আলোক দিবস (ডে অব লাইট) হিসেবে ঘোষণা দেয়। প্রতিবছরই মেইম্যানের লেজার রশ্মির সফল প্রজ্বালনকে স্মরণ করে দিনটি উদ্‌যাপন করা হয়।

থিওডোর মেইম্যান (১১ জুলাই ১৯২৭-৫ মে ২০০৭)

১৬ মে ১৯৩৮
কম্পিউটার গ্রাফিকসের জনক আইভান সাদারল্যান্ডের জন্মদিন
আইভান সাদারল্যান্ড যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) স্কেচপ্যাডের উদ্ভাবক। ইন্টার–অ্যাকটিভ কম্পিউটার গ্রাফিকসের জনক হিসেবে সাদারল্যান্ডকে গণ্য করা হয়। কম্পিউটার স্ক্রিন রিফ্রেশ করার ডিসপ্লে ফাইল, জ্যামিতিক নকশা, বিভিন্ন বস্তুর গ্রাফিকস মডেল তৈরি ইত্যাদি স্কেচপ্যাডের উদ্ভাবন। আজ আইভান সাদারল্যান্ডের  জন্মদিন।  মার্কিন তড়িৎ প্রকৌশলী ও কম্পিউটার বিজ্ঞানী আইভান সাদারল্যান্ড ১৯৩৮ সালের ১৬ মে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ইভানস অ্যান্ড সাদারল্যান্ড কম্পিউটার করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা তিনি। ১৯৭৬ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি ক্যালটেক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। অ্যাডভান্স টেকনোলজি ভেঞ্চারস নামে একটি বিনিয়োগ প্রতিষ্ঠান গড়ে তোলেন। ১৯৮৮ সালে তিনি কম্পিউটার বিজ্ঞানের সর্বোচ্চ পুরস্কার এ এম টুরিং অ্যাওয়ার্ড পেয়েছেন।

এমআইটি টিএক্স কম্পিউটারে স্কেচপ্যাড ব্যবহার করছেন আইভান সাদারল্যান্ড

১৬ মে ২০০৬
এল অ্যাপলের ম্যাকবুক
২০০৬ সালের ১৬ মে অ্যাপল কম্পিউটার তার নিজস্ব ল্যাপটপ বা নোটবুক কম্পিউটার বাজারে ছাড়ার ঘোষণা দেয়।
এটি ম্যাক ওএসে চলে। ম্যাকবুক অ্যাপলের পাওয়ারবুক ও আইবুকের স্থলাভিষিক্ত হয়। বর্তমানে ম্যাকবুক এয়ার ও ম্যাকবুক প্রো দুই ধারায় (প্রোডাক্ট লাইন) তৈরি হচ্ছে অ্যাপলের এই ল্যাপটপ কম্পিউটার। ২০১৫ সাল নাগাদ ম্যাকবুক বিশ্বের সবচেয়ে বেশি বিক্রীত ল্যাপটপ ব্র্যান্ড ছিল।  

ম্যাকবুক প্রো

১৬ মে ২০০৬
কম্পিউটারে প্রথম এইচডি ডিভিডি
প্রথমবারের মতো কম্পিউটারের জন্য এইচডি ডিভিডি প্লেয়ার তৈরি করে জাপানি প্রতিষ্ঠান তোশিবা। এই ডিভিডি প্লেয়ারের মডেল ছিল ‘তোশিবা কিউওসমিও ৩৫’।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি, কম্পিউটার হোপস ও উইকিপিডিয়া

কম্পিউটারের জন্য এইজডি ডিভিডি