দেশের বাজারে লেনোভোর পাঁচটি সিরিজের ১৩টি মডেলের নতুন ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড। ইন্টেলের ১৩ প্রজন্মের প্রসেসরে চলা উচ্চ গতিসম্পন্ন ল্যাপটপগুলোতে শক্তিশালী গ্রাফিকস কার্ডও রয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর কলাবাগানে গ্লোবাল ব্র্যান্ড কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ল্যাপটপগুলো উন্মোচন করা হয়। এ সময় গ্লোবাল ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক জসীম উদ্দিন খোন্দকারসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে গ্লোবাল ব্র্যান্ডের ব্যবসাপ্রধান মোহাম্মদ রেজাউল করিম জানান, ইন্টেলের ১৩ প্রজন্মের প্রসেসরে চলা ল্যাপটপগুলোতে দ্রুত কাজ করা যায়। আইডিয়াপ্যাড স্লিম/প্রো ফাইভআই, আইডিয়াপ্যাড ফ্লেক্স ফাইভআই, ইয়োগা, এলওকিউ এবং লিজেন সিরিজের ল্যাপটপগুলোর দাম ১ লাখ ২৮ হাজার থেকে ২ লাখ ৮৮ হাজার টাকা পর্যন্ত।
গ্লোবাল ব্র্যান্ডের পণ্য ব্যবস্থাপক দেওয়ান সিদ্দিক জানান, গেমারদের কথা মাথায় রেখে ‘এলওকিউ’ সিরিজের ল্যাপটপ তৈরি করা হয়েছে। ১৩ প্রজন্মের কোরআই৫ প্রসেসর এবং ১৬ গিগাবাইট র্যাম সুবিধার ল্যাপটপগুলোর দাম ধরা হয়েছে সর্বনিম্ন ১ লাখ ৪৮ হাজার টাকা। আর যাঁরা উচ্চ রেজল্যুশনের গেম খেলতে পছন্দ করেন, তাঁদের জন্য রয়েছে লিজেন সিরিজের ল্যাপটপ। আরটিএক্স ৪০৬০ গ্রাফিকস কার্ডযুক্ত কোরআই৭ প্রসেসরে চলা ল্যাপটপগুলোর দাম শুরু হয়েছে ২ লাখ ৭৩ হাজার টাকা থেকে। বাকি তিনটি সিরিজের ল্যাপটপগুলো মূলত দৈনন্দিন বিভিন্ন কাজ করার জন্য। ল্যাপটপগুলোর দাম ধরা হয়েছে সর্বনিম্ন ১ লাখ ২৮ হাজার টাকা।