জুম, গুগল মিট ও মাইক্রোসফট টিমসের মতো ভিডিও সম্মেলন করার সুযোগ দিতে নতুন টুল যুক্ত করতে যাচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন এক্স (সাবেক টুইটার)। এরই মধ্যে নিজেদের কর্মীদের ওপর ভিডিও সম্মেলন টুলটির কার্যকারিতা পরীক্ষা শুরু করেছে খুদে ব্লগভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমটি। নতুন এ সুবিধা চালু হলে এক্সে অডিও ভিডিও কল করার পাশাপাশি ভবিষ্যতে একাধিক ব্যক্তির সঙ্গে সরাসরি ভিডিও সম্মেলন করা যাবে।
ভিডিও সম্মেলন করার টুলটি চালুর বিষয়ে এক্স আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ না করলেও প্রতিষ্ঠানটির ক্রিস পার্ক নামের এক কর্মী টুলটি ব্যবহারের ছবি প্রকাশ করেছেন। এক্সে দেওয়া সেই পোস্টে তিনি লিখেছেন, প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সিং টুলটি ব্যবহার করে সহকর্মী ও এক্স ডেভেলপারদের সঙ্গে সফলভাবে অনলাইন সভা করা সম্ভব হয়েছে। গুগল হ্যাংআউটস, জুম, মাইক্রোসফট টিমস ও এডব্লিউএস (অ্যামাজন) চাইমের বিকল্প বলা যেতে পারে টুলটিকে।
ক্রিস পার্কের এই এক্স পোস্টে ফায়ার ইমোজি দিয়েছেন স্বয়ং ইলন মাস্ক। টুলটি এখন অভ্যন্তরীণভাবে পরীক্ষা করা হলেও ক্রিস পার্কের পোস্টে ইলন মাস্ক ইমোজি প্রকাশের কারণে প্রযুক্তি দুনিয়ায় বেশ জল্পনাকল্পনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, বেশ ঘটা করেই টুলটি প্রকাশ করতে পারে এক্স।
ক্রিস পার্ক ছাড়াও অ্যাপ গবেষক পি৪এমইউআই ভিডিও সম্মেলন করার টুলটি চালুর একটি ভিডিও এক্সে প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, এক্স অ্যাপের প্রোফাইল আইকনে ট্যাপ করার পর কনফারেন্স অপশনে ক্লিক করলেই সরাসরি ভিডিও সম্মেলন শুরু হয়ে যায়। নিমা ওউজি নামের আরেকজন অ্যাপ গবেষক এক্স পোস্টে লিখেছেন, টুলটিতে কোড সিস্টেম থাকতে পারে। এই কোড ব্যবহার করে অন্যরা ভিডিও সম্মেলনে যুক্ত হতে পারবেন।
সূত্র: টেক ক্র্যাঞ্চ