বুটক্যাম্পে অংশ নেওয়া উদ্যোক্তাদের একাংশ
বুটক্যাম্পে অংশ নেওয়া উদ্যোক্তাদের একাংশ

উদ্ভাবনী ধারণা বাস্তবায়নের প্রশিক্ষণ পেলেন প্রায় দুই শ উদ্যোক্তা

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের নতুন ব্যবসার উদ্যোগ গ্রহণের উপযোগী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ দিয়েছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। নিজেদের উদ্যোক্তা খোঁজার কার্যক্রম ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’-এর অংশ হিসেবে গতকাল শনিবার রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে আয়োজিত এক বুটক্যাম্পে প্রায় দুই শ উদ্যোক্তাকে এ প্রশিক্ষণ দেয় প্রতিষ্ঠানটি। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিজ এলাকার বিভিন্ন সমস্যার সমাধান করতে সক্ষম উদ্যোক্তাদের খুঁজে পেতেই অষ্টমবারের মতো এ বুটক্যাম্পের আয়োজন করা হয়। দুটি পর্বে বিভক্ত এ বুটক্যাম্পে নতুন ব্যবসার মডেল তৈরির পাশাপাশি প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজনীয় আর্থিক, হিসাব, বাজারজাতকরণসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। নিজেদের নতুন ব্যবসার ধারণা বিচারকদের সামনে তুলেও ধরেন উদ্যোক্তারা।

বুটক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান। অনুষ্ঠানে গ্রামীণফোনের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হ্যান্স মার্টিন হেনরিকসেন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম পূর্বশর্ত হচ্ছে স্মার্ট উদ্যোক্তা গড়ে তোলা। সেই লক্ষ্যে জিপি অ্যাকসিলারেটরের উদ্যোগে দেশব্যাপী ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ বুটক্যাম্প আয়োজন করা হচ্ছে। এর ফলে প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা মেধাবী উদ্যোক্তারাও তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।

প্রসঙ্গত, গ্রামীণফোনের জিপি অ্যাকসিলারেটর প্রোগ্রাম ২০১৫ সাল থেকে স্টার্টআপ খাতে কাজ করছে। এরই মধ্যে এ প্রোগ্রামের আওতায় প্রতিষ্ঠিত ৫০টি স্টার্টআপ (উদ্ভাবনী উদ্যোগ) কয়েক লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। একই সঙ্গে দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখছে স্টার্টআপগুলো। এ আয়োজনে কৌশলগত সহযোগিতা করছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড।