উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার

প্রযুক্তিপণ্যে ভ্যাট প্রত্যাহারের দাবি

রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হয়েছে ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২২’ কম্পিউটার মেলা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মেলা উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে বিসিএস কম্পিউটার সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্মার্ট বাংলাদেশ তৈরিতেও বড় ভূমিকা রাখবে বিসিএস কম্পিউটার সিটি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) অ্যাওয়ার্ড কমিটির আজীবন চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি বলেন, ‘প্রযুক্তিবান্ধব সরকার প্রযুক্তিপণ্যের ওপর ভ্যাট আরোপ করেছে। সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে এর প্রভাব পড়বে। সবার হাতের নাগালে প্রযুক্তিপণ্য পৌঁছে দেওয়ার জন্য ভ্যাট প্রত্যাহার করতে হবে।’

বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি সুব্রত সরকার বলেন, ‘ভ্যাট প্রত্যাহারের পাশাপাশি প্রযুক্তিপণ্যকে জরুরি পণ্য বিবেচনা করে ঋণপত্র (এলসি) খোলার প্রক্রিয়া সহজ করতে হবে।’ আগামী ফেব্রুয়ারি মাস থেকে এমআরপি অনুযায়ী প্রযুক্তিপণ্যের দাম নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির প্রথম সভাপতি আহমেদ হাসান, বিসিএস কম্পিউটার সিটির সভাপতি এ এল মজহার ইমাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান।

মেলার আয়োজকেরা জানিয়েছেন, ১০ দিনের এ কম্পিউটার মেলায় হালনাগাদ প্রযুক্তিপণ্য কেনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা হবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টায় থেকে রাত ৮টা পর্যন্ত।