লেখা থেকে ছবি তৈরি করে দেবে অ্যাডোবির এআই টুল

বিষয় লিখে দিলেই সে অনুযায়ী ছবি বা ছবির আবহ তৈরি করতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির টুল উন্মুক্ত করেছে অ্যাডোবি। ‘ফায়ারফ্লাই’ নামের এই টুল দিয়ে গ্রাফিকস কাজের জনপ্রিয় সফটওয়্যার ইলাস্ট্রেটর, ফটোশপ ও অ্যাডোবি এক্সপ্রেসে চাইলেই দ্রুত যেকোনো বিষয়ের কৃত্রিম ছবি বা আবহ তৈরি করা যাবে। চাইলে গ্রাফিকসের বিভিন্ন কাজেও ব্যবহার করা যাবে। ফায়ারফ্লাই টুলটি বিনা মূল্যে ব্যবহারের সুযোগ মিললেও সব সুবিধা পাওয়ার জন্য অর্থের বিনিময়ে নিবন্ধন করতে হবে।

অ্যাডোবির ফায়ারফ্লাই টুলটি স্বয়ংক্রিয়ভাবে ছবি তৈরির জন্য অ্যাডোবির তথ্যভান্ডার ও মেধাস্বত্বহীন ছবি বা আধেয় ব্যবহার করবে। ফলে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য কোনো আইনগত বাধার সম্মুখীন হতে হবে না। তবে ফায়ারফ্লাই দিয়ে তৈরি ছবিতে লেবেল যুক্ত করে দেবে অ্যাডোবি। এর ফলে অন্য ব্যক্তিরা জানতে পারবেন, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ফলে ভুল তথ্য চাইলেই ছড়ানো যাবে না।

সাত মাস ধরে ‘ফায়ারফ্লাই’ টুলটির কার্যকারিতা পরখ করছিল অ্যাডোবি। এত দিন অ্যাডোবি অ্যাপের পরীক্ষামূলক সংস্করণে নির্বাচিত ব্যবহারকারীরা ফায়ারফ্লাই দিয়ে কৃত্রিমভাবে ছবি তৈরির সুযোগ পেলেও এখন সব ব্যবহারকারী টুলটি পরখ করতে পারবেন। শিগগিরই ফায়ারফ্লাইয়ের ওয়েব সংস্করণও উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে অ্যাডোবি। অ্যাপের মতো ওয়েব সংস্করণেও বিনা মূল্যে ফায়ারফ্লাইয়ের নির্দিষ্ট সুবিধা ব্যবহার করা যাবে।

সূত্র: দ্য ভার্জ