সরকারি কর্মীদের আইফোন ব্যবহার নিষিদ্ধ করেছে চীন
সরকারি কর্মীদের আইফোন ব্যবহার নিষিদ্ধ করেছে চীন

চীনে নিষেধাজ্ঞার কবলে আইফোন

সরকারি কর্মীদের আইফোনসহ বিদেশি প্রতিষ্ঠানের তৈরি সব ধরনের ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে চীন। এ নিষেধাজ্ঞার ফলে দেশটিতে সরকারি চাকরিজীবীরা অফিসের কাজে আইফোন বা অন্য কোনো বিদেশি প্রতিষ্ঠানের তৈরি ফোন ব্যবহার করতে পারবেন না। চীনের এ সিদ্ধান্তের ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি অ্যাপল। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীন দীর্ঘদিন ধরেই বিদেশি পণ্য ও প্রযুক্তির পরিবর্তে দেশি প্রযুক্তি ও পণ্য ব্যবহারের জন্য একটি প্রচারণা চালাচ্ছে। নতুন এ সিদ্ধান্ত সেই কার্যক্রমকে আরও গতিশীল করবে। তবে এ বিষয়ে ভিন্নমতও রয়েছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোয় চীনা প্রযুক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিতেই আইফোনসহ বিদেশি প্রতিষ্ঠানের তৈরি সব ধরনের ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে চীন।

চীনে আইফোনের বিশাল বাজার রয়েছে। শুধু তাই নয়, আইফোন তৈরির বিশাল কারখানাও রয়েছে। এ মাসের ১২ তারিখে নতুন আইফোন আনতে যাচ্ছে অ্যাপল। নতুন এ সিদ্ধান্তের ফলে চীনের বাজারে আইফোন বিক্রি কমে যাবে। ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ২০১৯ সালে নিরাপত্তার অজুহাতে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘হুয়াওয়ে’কে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, গত বছরের ডিসেম্বরে প্রতিনিধি পরিষদের সদস্যদের ব্যবহৃত সব যন্ত্রে চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নিষিদ্ধ করেছে তারা। এমনকি ইউরোপীয় ইউনিয়নসহ ইউরোপের বিভিন্ন দেশও সরকারি কর্মীদের টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে।

সূত্র: ফোর্বস