কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ছবি বা ভিডিও ইউটিউবে প্রকাশ করেন অনেকে। কিন্তু অনেকেই এআই দিয়ে তৈরি ছবি বা ভিডিও চিনতে না পারায় বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন। এ সমস্যা সমাধানে ক্যামেরায় ধারণ করা ভিডিওতে ‘ক্যাপচারড উইথ এ ক্যামেরা’ নামের লেবেল যুক্ত করবে ইউটিউব। এর ফলে ইউটিউবে ভালো মানের কনটেন্ট বা আধেয় নির্মাতাদের তৈরি ভিডিওগুলো সহজেই চেনা যাবে।
ইউটিউবের তথ্যমতে, ভিডিওতে থাকা বিভিন্ন দৃশ্য ও শব্দ যাচাই করে এই লেবেল যুক্ত করা হবে। যেসব ক্যামেরা ও যন্ত্র কোয়ালিশন ফর কনটেন্ট প্রভিনেন্স অ্যান্ড অথেনটিসিটি বা সিটুপিএ ফ্রেমওয়ার্ক সমর্থন করে, শুধু সেগুলোর মাধ্যমে ধারণ করা ভিডিওর ডেসক্রিপশন অপশনে এই লেবেল দেখা যাবে। ফলে সিটুপিএ সমর্থন না করা ক্যামেরা ও যন্ত্রে ধারণ করা ভিডিওগুলো বর্তমানের মতোই লেবেল ছাড়া দেখা যাবে ইউটিউবে।
প্রসঙ্গত, এআই দিয়ে তৈরি ভিডিও প্রকাশের জন্য ইউটিউবের আলাদা নীতিমালা রয়েছে। সেখানে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কোনো ভিডিও তৈরি করা হলে ভিডিওর বর্ণনায় অবশ্যই তা উল্লেখ করতে হবে নির্মাতাদের। ফলে দর্শকেরা সহজেই জানতে পারবেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। শুধু তা-ই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কোনো ভিডিওতে মিথ্যা বা ভুল তথ্য থাকলে সেই ভিডিও স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলে ইউটিউব।
সূত্র: দ্য ভার্জ, ইন্ডিয়ান এক্সপ্রেস