আইফোন থেকে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বিপৎসংকেত পাঠানোর সুযোগ আরও চার দেশে চালু করেছে অ্যাপল। ইমার্জেন্সি এসওএস নামের এ সুবিধা কাজে লাগিয়ে মুঠোফোন এবং ওয়াই-ফাই নেটওয়ার্ক না থাকলেও স্যাটেলাইটের সংযোগ ব্যবহার করে জরুরি বিপৎসংকেত পাঠানো যায়।
গত নভেম্বরে যুক্তরাষ্ট্র ও কানাডায় ইমার্জেন্সি এসওএস নামের এ সুবিধা চালু হয়। এবার ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যে বসবাসকারী আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলের আইফোন ব্যবহারকারীরা এ সুবিধা ব্যবহার করতে পারবেন।
বিপদের সময় আইফোনে এসওএস সুবিধা চালু করে সংকেত পাঠালেই সেগুলো স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন দেশের স্থানীয় উদ্ধারকারী দলের কাছে বিপদবার্তা পাঠিয়ে থাকে। ফলে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা যাবে। এ সুবিধা পর্যায়ক্রমে বিভিন্ন দেশে চালু করা হবে বলে জানিয়েছে অ্যাপল।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের আলাস্কার প্রত্যন্ত এলাকায় আটকে পড়া এক ব্যক্তি আইফোন থেকে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের সংযোগ ব্যবহার করে জরুরি বিপদবার্তা পাঠান। বার্তায় জিপিএসের (গ্লোবাল পজিশনিং সিস্টেম) মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অবস্থানের তথ্য যুক্ত থাকায় দ্রুত স্থানীয় উদ্ধারকারী দল তাঁকে উদ্ধার করতে সক্ষম হয়।
সূত্র: ম্যাশেবল