অবশেষে নিজেদের তৈরি প্রথম রোবোট্যাক্সি (রোবট ট্যাক্সি) ও রোবোভ্যান উন্মোচন করেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে আয়োজিত এক অনুষ্ঠানে রোবোট্যাক্সির পাশাপাশি রোবোভ্যানের আদিরূপ বা প্রোটোটাইপ উন্মোচন করেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং মালিক ইলন মাস্ক।
অনুষ্ঠানে জানানো হয়, স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবোট্যাক্সি ট্যাক্সি হিসেবে ভাড়া করা যাবে। রোবোভ্যানে রয়েছে ২০টি আসন। এর ফলে রোবোভ্যানের মাধ্যমে শাটল সার্ভিস সুবিধা মিলবে। ২০২৬ সালের প্রথম দিকে গাড়িগুলোর উৎপাদন শুরু হবে। স্বয়ংক্রিয়ভাবে পথ চললেও মানুষ চালিত গাড়ির তুলনায় রোবোট্যাক্সি ও রোবোভ্যান ১০গুণ বেশি নিরাপদ বলে দাবি করেছে টেসলা।
দুই দরজাবিশিষ্ট রোবোট্যাক্সিতে নেই কোনো স্টিয়ারিং হুইল। প্যাডেলও নেই। এমনই এক রোবোট্যাক্সিতে চড়ে অনুষ্ঠানের মূল মঞ্চে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন ইলন মাস্ক। এরপর উপস্থিত দর্শকদের তিনি জানান,স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম এসব গাড়ি পরিবহন দুনিয়ায় বিপ্লব ঘটাবে। এসব গাড়ির কারণে আরোহীদের সময়ও বাঁচবে।
২০২৩ সালের মধ্যে রোবোট্যাক্সি বাজারে আনার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা আনতে পারেনি টেসলা। এরপর গত এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছিলেন, টেসলার তৈরি রোবোট্যাক্সি বাজারে আসবে ৮ আগস্ট। কিন্তু নির্দিষ্ট দিনে নিজেদের তৈরি রোবোট্যাক্সি উন্মোচন করতে পারেনি টেসলা। আর তাই বাজার বিশ্লেষকদের ধারণা, ২০২৬ সালের প্রথম দিকে গাড়িগুলোর উৎপাদন শুরু না–ও হতে পারে।
সূত্র: বিবিসি, রয়টার্স