বেশ কয়েক বছর ধরেই অটোমোবাইলশিল্পে নানা কারণে আলোচনায় রয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি নির্মাণে টেসলাকে অন্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোও অনুসরণ করে। দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক গাড়ি নির্মাণে রাজত্ব করলেও এবার টেসলাকে বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ক্রোয়েশিয়ান বৈদ্যুতিক স্পোর্টস গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রিম্যাক অটোমোবিলি। প্রতিষ্ঠানটির তৈরি নেভেরা বৈদ্যুতিক স্পোর্টস গাড়ি সম্প্রতি বিদ্যুৎ–চালিত গাড়ির মধ্যে সবচেয়ে দ্রুতগতির গাড়ির খেতাব পেয়েছে।
সম্প্রতি জার্মানিতে একটি টেস্ট ট্র্যাকে বেশ কয়েকটি গতির রেকর্ড করেছে নেভেরা গাড়িটি। শুধু তা–ই নয়, উৎপাদন পর্যায়ে থাকা বিদ্যুৎ–চালিত গাড়ির মধ্যে সবচেয়ে দ্রুতগতির গাড়ির খেতাবও পেয়েছে। পরীক্ষা চলাকালে মাত্র ১.৭৪ সেকেন্ডে ৬০ মাইল গতি তুলেছে গাড়িটি, যেখানে টেসলার তৈরি গাড়ি ১.৯৯ সেকেন্ডে ৬০ মাইল গতি তুলতে পারে।
সুপারকার হিসেবে যে পরীক্ষাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবা হয়, তার রেকর্ডও ভেঙেছে নেভেরা। এ পরীক্ষায় সর্বোচ্চ গতি এবং দ্রুত থামার ক্ষমতা পরীক্ষা করা হয়। এ ক্ষেত্রেও ২৯.৯৩ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছে নেভেরা। গাড়িটির নির্মাতা প্রতিষ্ঠান রিম্যাক অটোমোবিলির দাবি, নেভেরার গতির মূল কারণ উন্নত ব্যাটারি ও সফটওয়্যার।
বর্তমানে ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবের একটি কারখানায় নেভেরা গাড়ি তৈরি করা হচ্ছে। রিম্যাক অটোমোবিলির তথ্যমতে, প্রাথমিকভাবে মাত্র ১৫০টি গাড়ি তৈরি করা হবে।
স্বল্প পরিসরে উৎপাদন শুরু করলেও ক্রোয়েশিয়ান এই বৈদ্যুতিক স্পোর্টস গাড়ি ভবিষ্যতে টেসলা ও ইলন মাস্কের প্রতিদ্বন্দ্বী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: দ্য স্ট্রিট