অটোমোবাইল

পথ দেখাবে হাডওয়ে গ্লাস

স্মার্টফোনে ম্যাপ দেখে অচেনা রাস্তায় গাড়ি চালান অনেকেই। কিন্তু গাড়ি চালানোর সময় বারবার স্মার্টফোনের দিকে তাকানোর ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। সমস্যার সমাধান দেবে হাডওয়ে গ্লাস। অ্যাপ নিয়ন্ত্রিত যন্ত্রটির পর্দায় পথের দিকনির্দেশনা দেখা যায়। গাড়ির ড্যাশবোর্ডের ওপরে রেখে ব্যবহারের সুযোগ থাকায় চালকও স্বচ্ছন্দে পথের দিকনির্দেশনা দেখতে পারেন।

যন্ত্রটি ব্যবহারের জন্য প্রথমেই স্মার্টফোনে হাডওয়ে অ্যাপ চালু করতে হবে। এরপর যন্ত্রটির ভেতরে স্মার্টফোন রেখে গন্তব্যের ঠিকানা লিখলেই পর্দায় পথের দিকনির্দেশনা দেখা যাবে। স্বচ্ছ কাচের তৈরি পর্দায় স্মার্টফোনের তুলনায় ২০ শতাংশ বড় ছবি দেখার পাশাপাশি আলোর উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করা যায়। ফলে রাতেও স্বচ্ছন্দে গাড়ি চালানো সম্ভব। যন্ত্রটির দাম ৫৯ মার্কিন ডলার বা ৫ হাজার ৬০০ টাকা (প্রায়)।
সূত্র: ম্যাশেবল