রোডস্টারের নতুন সংস্করণের গাড়ি তৈরি করছে টেসলা
রোডস্টারের নতুন সংস্করণের গাড়ি তৈরি করছে টেসলা

এক সেকেন্ডে ৯৭ কিলোমিটার গতি তুলবে টেসলার নতুন বৈদ্যুতিক গাড়ি

নিজেদের তৈরি বৈদ্যুতিক স্পোর্টসকার ‘রোডস্টার’-এর নতুন সংস্করণের গাড়ি তৈরি করছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলা। লিথিয়াম আয়ন ব্যাটারিযুক্ত গাড়িটি সেকেন্ডে শূন্য থেকে ৯৭ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারবে বলে জানিয়েছেন ইলন মাস্ক।

এক্সে দেওয়া এক বার্তায় ইলন মাস্ক জানিয়েছেন, নতুন সংস্করণের রোডস্টারের নকশা চূড়ান্ত করা হয়েছে। টেসলা ও স্পেসএক্সের যৌথ অংশীদারত্বে গাড়িটি তৈরি করা হবে।

২০১৭ সাল থেকেই রোডস্টারের নতুন সংস্করণ তৈরির গুঞ্জন চলছে। এ বিষয়ে বিভিন্ন সময়ে বহুবার গুজব ছড়িয়েছে অনলাইনে। ইলন মাস্কের ঘোষণার পর এবার সত্যি সত্যিই নতুন সংস্করণের রোডস্টার গাড়ি বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, রোডস্টারের পুরোনো সংস্করণের গাড়িটি ৩ দশমিক ৭ সেকেন্ডের মধ্যে শূন্য থেকে ৯৭ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারত। একবার চার্জে ৩৯৩ কিলোমিটার পর্যন্ত চলত গাড়িটি। তবে নতুন সংস্করণের গাড়িটি একবার চার্জে কত কিলোমিটার পর্যন্ত চলবে, তা জানাননি ইলন মাস্ক। এমনকি গাড়িটি কবে নাগাদ বাজারে পাওয়া যাবে, সে বিষয়েও সুনির্দিষ্ট কোনো তথ্য জানাননি তিনি।

সূত্র: ম্যাশেবল