যাতায়াতের সুবিধা ও সময় বাঁচাতে নিজের একটি গাড়ি থাকা জরুরি। আবার অনেকে আছেন, যাঁরা শখ পূরণের জন্যই গাড়ি কেনেন। গত বছর যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি চুরি হওয়া গাড়ির সংখ্যা পর্যালোচনা করে যেসব মডেলের গাড়ি বেশি চুরি হয়, সেগুলোর তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্যুরেন্স ক্রাইম ব্যুরোর তথ্যমতে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি চুরি হয়েছে হুন্দাই এলানট্রো মডেলের গাড়ি। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য থেকে গত বছর ৪৮ হাজার ৪৪৫টি হুন্দাই এলানট্রো চুরির ঘটনা রেকর্ড করা হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হুন্দাই সোনাটা মডেলের গাড়ি চুরি হয়েছে ৪২ হাজার ৮১৩টি।
সবচেয়ে বেশি চুরি হওয়া গাড়ির তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে কিআ অপটিমা ও শেভ্রোলে সিলভারডো ২৫০০ মডেলের গাড়ি। গত বছর যথাক্রমে ৩২ হাজার ২০৪টি এবং ২৩ হাজার ২৭১টি গাড়ি চুরি হয়েছে মডেল দুটির। পঞ্চম স্থানে থাকা কিআ সোল মডেলের গাড়ি চুরি হয়েছে ২১ হাজার ১টি। সবচেয়ে বেশি চুরি হওয়া গাড়ির তালিকায় হোন্ডা অ্যাকর্ড মডেলের গাড়ি ২০ হাহার ৮৯৫টি, হোন্ডা সিভিক ১৯ হাজার ৮৫৯টি, কিআ ফরটে ১৬ হাজার ২০৯টি, ফোর্ড এফ১৫০ সিরিজ পিকআপ ১৫ হাজার ৮৫২টি ও কিআ স্পোর্টেজ ১৫ হাজার ৭৪৯টি।
বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে গাড়ি চুরির কৌশল প্রকাশ করেন অনেকেই। এসব কারণে কিয়া ও হুন্দাই ব্র্যান্ডের গাড়ি বেশি চুরি হয় বলে বিশ্লেষকেরা মনে করেন। আগে পিকআপ গাড়ি চুরি বেশি হলেও গত বছর প্রথমবারের মতো ব্যক্তিগত গাড়ি চুরির সংখ্যা বেড়েছে। আর তাই গাড়ি চুরি ঠেকাতে নির্দিষ্ট স্থানে পার্কিং, গাড়ির সব দরজা-জানালা ঠিকমতো লক করা, চাবি নিজের সঙ্গে রাখা, গাড়ির ইঞ্জিন চালু থাকা অবস্থায় বের না হাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্যুরেন্স ক্রাইম সংস্থা। সংস্থাটির সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভিড জে গ্লাওয়ে বলেন, তালিকা থেকে বোঝা যাচ্ছে, কোন মডেলের গাড়িগুলো চুরির হওয়ার হুমকিতে আছে।
সূত্র: ফ্যামিলি হ্যান্ডিম্যান ডটকম