অবশেষে নিজেদের তৈরি প্রথম রোবোট্যাক্সি (রোবট ট্যাক্সি) বাজারে আনার দিনক্ষণ ঘোষণা করেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। প্রতিষ্ঠানটির তথ্যমতে, আগামী ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে রোবোট্যাক্সি উন্মোচন করা হবে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যম ও ব্যক্তিদের কাছে রোবোট্যাক্সি উন্মোচন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। দাওয়াতপত্রে অনুষ্ঠানটির নাম উল্লেখ করা হয়েছে ‘উই রোবট’।
২০২৩ সালের মধ্যে রোবোট্যাক্সি বাজারে আনার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা আনতে পারেনি টেসলা। এরপর গত এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছিলেন, টেসলার তৈরি রোবোট্যাক্সি বাজারে আসবে আগামী ৮ আগস্ট। কিন্তু নির্দিষ্ট দিনে নিজেদের তৈরি রোবোট্যাক্সি উন্মোচন করতে পারেনি টেসলা। তবে এবার টেসলা নির্দিষ্ট দিনেই নিজেদের তৈরি প্রথম রোবোট্যাক্সি উন্মুক্ত করতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকেরা।
টেসলার তথ্যমতে, স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবটচালিত রোবোট্যাক্সি গাড়িটি ট্যাক্সি হিসেবে ভাড়া করা যাবে। যাত্রীরা স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে গাড়িটি ভাড়া করতে পারবেন। বৈদ্যুতিক গাড়িশিল্পের জন্য টেসলার রোবোট্যাক্সিকে বলা হচ্ছে বড় একটি পদক্ষেপ। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি টেসলা কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই স্বয়ংক্রিয় রোবোট্যাক্সি নিয়ে আলোচনা থাকলেও এ ধরনের গাড়ির গতিনিয়ন্ত্রণ নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগ রয়ে গেছে। তাই এমন গাড়ির ব্যবহার নিয়ন্ত্রক সংস্থাগুলোর পর্যবেক্ষণের মধ্যে আছে।
সূত্র: দ্য ভার্জ, টেকোপেডিয়া