দেশের বাজারে ২৫০ সিসির নতুন দুটি মডেলের মোটরসাইকেল এনেছে সুজুকি বাংলাদেশ। ‘জিক্সার ২৫০’ ও ‘জিক্সার এসএফ ২৫০’ মডেলের মোটরসাইকেলগুলোয় সুজুকি অয়েল কুলিং সিস্টেম (এসওসিএস) থাকায় যেকোনো রাস্তায় স্বচ্ছন্দে চলা যায়। গতকাল রোববার রাতে রাজধানীর তেজগাঁওয়ে আলোকি কনভেনশন সেন্টারে মোটরসাইকেলগুলোর উদ্বোধন করা হয়। সুজুকি বাংলাদেশের শুভেচ্ছাদূত সিয়াম আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে র্যানকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী, র্যানকন হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারহানা করিম, বিভাগীয় পরিচালক শোয়েব আহমেদ, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এ কে এম তৌহিদুর রহমান, বিপণনপ্রধান আমীন মাহমুদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যানকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী বলেন, ‘জিক্সার ২৫০ মোটরসাইকেলগুলোর চেসিস জাপানে তৈরি। এর ফলে মোটরসাইকেলগুলো যেমন দ্রুতগতিতে চলতে সক্ষম, তেমনি সহজে নিয়ন্ত্রণও করা যায়। ২৫০ সিসির মোটরসাইকেলগুলো দেশের বাইকারদের মন জয় করবে বলে আমরা আশাবাদী।’
অনুষ্ঠানে জানানো হয়, জিক্সার ২৫০ ও জিক্সার এসএফ ২৫০ মডেলের মোটরসাইকেলগুলো একক সিলিন্ডার ইঞ্জিনে উন্নত ফুয়েল ইনজেকশন (এফআই) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ শক্তি প্রদানের পাশাপাশি জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে। রাজধানীতে টেস্ট রাইড করে মোটরসাইকেলগুলো প্রতি লিটার জ্বালানিতে ৩৬ থেকে ৩৭ কিলোমিটার ও মহাসড়কে ৪৬ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পেরেছে।
জিক্সার ২৫০ ও জিক্সার এসএফ ২৫০ মডেলের মোটরসাইকেলগুলোতে ৬ গতির গিয়ারবক্সের পাশাপাশি ডুয়েল চ্যানেলের এবিএস ব্রেকিং সিস্টেম থাকায় দ্রুতগতিতে চলার সময় নিরাপদে ব্রেক করা যায়। উভয় মডেলেই এলইডি হেডলাইট ও টেইললাইট, সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং চালক ও যাত্রীর জন্য আরামদায়ক আসন রয়েছে। মোটরসাইকেলগুলোর বোর ও স্ট্রোক যথাক্রমে ৭৬ ও ৫৪.৯ মিলিমিটার। ৯৩০০ আরপিএম এ ইঞ্জিনটির সর্বোচ্চ শক্তি ২৬.৫ পিএস। সর্বোচ্চ টর্ক ৭৩০০ আরপিএম এ ২২.২ এনএম। পেছনের চাকায় ১৫০/৬০আর১৭এম/সি ৬৬এস টায়ার ব্যবহার করা হয়েছে, যা চলতি পথে বাড়তি আরাম দেবে। বাইক দুটির ওজন যথাক্রমে ১৫৬ ও ১৬১ কেজি। বাইকগুলোতে ১২ লিটারের জ্বালানি ধারণক্ষমতাসম্পন্ন ট্যাংক রয়েছে। মাটি থেকে বাইকটির উচ্চতা (গ্রাউন্ড ক্লিয়ারেন্স) ১৬৫ মিলিমিটার।
আগামীকাল মঙ্গলবার থেকে দেশের সব সুজুকি প্রদর্শনী কেন্দ্রে মোটরসাইকেলগুলো কেনা যাবে। ম্যাট ব্ল্যাক ও ম্যাট ব্লু রঙে বাজারে আসা জিক্সার ২৫০ মডেলের দাম ৩ লাখ ৯৯ হাজার ৯৫০ টাকা এবং জিক্সার এসএফ ২৫০ মডেলের দাম ৪ লাখ ৪৯ হাজার ৯৫০ টাকা। তবে জিক্সার এসএফ ২৫০ মডেলের আরও দুটি বিশেষ সংস্করণ পাওয়া যাবে, যা কিনতে বাড়তি ১৫ হাজার টাকা গুনতে হবে। সব কটি মোটরসাইকেলেই তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ বিনা মূল্যে ছয়বার সার্ভিস–সুবিধা পাওয়া যাবে।