রং বদলানো গাড়িটির দেখা মিলেছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলা কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস)
রং বদলানো গাড়িটির দেখা মিলেছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলা কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস)

চাইলেই রং বদলাবে এই গাড়ি

পথে চলতে চলতেই রং বদলানো যাবে এই গাড়ির। এ জন্য কারও সাহায্য নেওয়া বা বাড়তি কোনো কষ্ট করতে হবে না। বৈদ্যুতিক গাড়ির ভেতরে থাকা সুইচ চাপলেই রং পরিবর্তন হয়ে যাবে। নিজ থেকেই রং পরিবর্তন করতে সক্ষম গাড়িটি তৈরি করেছে বিএমডব্লিউ।

সহজে রং বদলানো যাবে এই গাড়ির

বিএমডব্লিউ আই ভিশন ডিইই (ডিজিটাল ইমোশনাল এক্সপেরিয়েন্স) কনসেপ্ট ইভি স্পোর্ট মডেলের গাড়িটির দেখা মিলেছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলা কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস)। মেলায় আয়োজিত এক অনুষ্ঠানে গাড়ির বিভিন্ন কার্যকারিতা তুলে ধরেন বিএমডব্লিউর প্রকল্প ব্যবস্থাপক স্টেলা ক্লার্ক।
সূত্র: এএফপি