জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা ও নিশান নিজেদের বৈদ্যুতিক গাড়ি তৈরির কার্যক্রম একীভূত করার পরিকল্পনা করেছে। বৈদ্যুতিক গাড়ির বাজারে চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে এ পরিকল্পনা করেছে প্রতিষ্ঠান দুটি। তবে একীভূত হওয়ার আলোচনা বর্তমানে একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকেরা। এর আগে গত মার্চ মাসে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান দুটি বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য কৌশলগত অংশীদারত্বের চুক্তি করেছে। তখন প্রতিষ্ঠান দুটি জানিয়েছিল, হোন্ডা ও নিশান ভবিষ্যতে একে অপরকে সহযোগিতা করার জন্য বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখছে। একে অপরের শক্তি কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায় প্রতিষ্ঠান দুটি।
জাপানের বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, হোন্ডা ও নিশান শিগগিরই একীভূত হওয়ার আলোচনা শুরুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে। তবে প্রতিষ্ঠান দুটি একীভূত হলে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা। অংশীদারত্বের এই চুক্তির ফলে জাপানে তীব্র রাজনৈতিক চাপের মুখে পড়ার পাশাপাশি কর্মী ছাঁটাই করতে পারে প্রতিষ্ঠান দুটি। আবার ফ্রান্সের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রেনল্টের সঙ্গে অংশীদারত্ব চুক্তি রয়েছে নিশানের। হোন্ডার সঙ্গে একীভূত হলে এই চুক্তির ভবিষ্যৎ নিয়েও জটিলতা তৈরি হবে। অংশীদারত্বের সংবাদ প্রচারের পর টোকিওতে নিশানের শেয়ারের দাম ২৩ শতাংশ বাড়লেও হোন্ডার শেয়ারের দাম কমেছে প্রায় ৩ শতাংশ।
বাজার গবেষণা প্রতিষ্ঠান এডমন্ডসের বিশ্লেষক জেসিকা ক্যাল্ডওয়েল জানিয়েছেন, বৈদ্যুতিক গাড়ির বাজারে টিকে থাকতে ও চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে সবাইকে। হোন্ডা ও নিশান উভয় প্রতিষ্ঠানই চীনে তাদের বাজার হারাচ্ছে। অন্যদিকে চীনের সস্তা বৈদ্যুতিক গাড়িগুলো টেসলাসহ বড় বড় ব্র্যান্ডের গাড়ির সঙ্গে পাল্লা দিচ্ছে।
সূত্র: বিবিসি