ইলন মাস্ক
ইলন মাস্ক

এআই গেম স্টুডিও তৈরি করবেন ইলন মাস্ক, কারণ কী

খুদে ব্লগ লেখার সাইট এক্স (সাবেক টুইটার), টেসলা, স্পেসএক্স ও নিউরালিংকের মালিক আলোচিত মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির গেম স্টুডিও তৈরি করছেন। গেম স্টুডিওটি তৈরি করবে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান এক্স এআই। ভিডিও গেমশিল্পের সঙ্গে যুক্ত বড় প্রতিষ্ঠানগুলোর তৈরি ভিডিও গেমের বিকল্প তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ইলন মাস্ক।

সম্প্রতি ডজকয়েনের সহপ্রতিষ্ঠাতা বিলি মার্কাস এক্সে গেমশিল্পের বর্তমান অবস্থার সমালোচনা করে একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, ‘গেমাররা সব সময় করপোরেট লোভ এবং মিথ্যা প্রচারের বিপক্ষে ছিল। তারা শঠতা এবং অযৌক্তিকতার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তবে বর্তমানে গেম নির্মাতা এবং সাংবাদিকেরা কীভাবে এই মতাদর্শগত প্রভাবের কবলে পড়ল, তা আমার বোধগম্য নয়।’ এই পোস্টের জবাবে ইলন মাস্ক লেখেন, ‘বড় প্রতিষ্ঠানগুলোর মালিকানাধীন গেম স্টুডিওর সংখ্যা বর্তমানে অনেক বেশি। এক্সএআই এমন একটি এআই গেম স্টুডিও তৈরি করবে, যা গেমকে আবার চমৎকার করে তুলবে।’

গেমশিল্পে মতাদর্শগত প্রভাব নিয়ে এর আগেও প্রকাশ্যে মন্তব্য করেছেন ইলন মাস্ক। সম্প্রতি এক্সবক্স গেম অ্যাভাউডে প্রোনাউন সিলেকশন ফিচার যুক্ত করায় অসন্তোষ প্রকাশ করে তিনি লেখেন, ‘একটি ফ্যান্টাসি ভিডিও গেমে প্রোনাউন থাকা একেবারেই অগ্রহণযোগ্য।’ সম্প্রতি মাইক্রোসফটের গেম বিভাগের নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্য করা হয় বলেও অভিযোগ করেছেন ইলন মাস্ক।

গত বছরের জুলাই মাসে ইলন মাস্ক এক্সএআই প্রতিষ্ঠা করেন। এরপর গত মার্চ মাসে এক্সএআই নিজেদের তৈরি ‘গ্রোক’ এআই চ্যাটবটকে ওপেন সোর্স করার ঘোষণা দেয়। এর মাধ্যমে ওপেনএআইয়ের চ্যাটজিপিটির বিকল্প হিসেবে প্রতিষ্ঠানটি দ্রুতই প্রযুক্তি জগতে আগ্রহ তৈরি করেছে। ইলন মাস্কের নেতৃত্বে এক্সএআইয়ের এআই গেম স্টুডিও তৈরির উদ্যোগ গেমশিল্পে নতুন দিক উন্মোচন করতে পারে বলে বাজার বিশ্লেষকেরা মনে করছেন।

সূত্র: এনডিটিভি