ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান (ডানে)
ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান (ডানে)

চ্যাটবট নিয়ে ইলন মাস্ক ও স্যাম অল্টম্যানের প্রতিযোগিতা, জিতবে কে

দীর্ঘদিন বন্ধু ছিলেন খুদে ব্লগ লেখার সাইট এক্স (সাবেক টুইটার), টেসলা, স্পেসএক্স ও নিউরালিংকের মালিক ইলন মাস্ক ও আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান। দুই বন্ধু মিলে একসঙ্গে চ্যাটজিপিটি প্রতিষ্ঠানসহ বিভিন্ন উদ্যোগের সঙ্গেও যুক্ত ছিলেন। কিন্তু এআই চ্যাটবটের বাজারে নিজ নিজ প্রতিষ্ঠানের আধিপত্য বিস্তার করতে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছেন তাঁরা। এর ফলে ইলন মাস্ক ও স্যাম অল্টম্যানের সম্পর্কে আরও ভাটা পড়েছে।

চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের অন্যতম সহপ্রতিষ্ঠাতা ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান। কিন্তু নানা কারণে ইলন মাস্ক পরে ওপেনএআই থেকে সরে আসেন। সরে এলেও ওপেনএআইয়ের সঙ্গে পাল্লা দিতে নিজের মালিকানাধীন এক্সএআই প্রতিষ্ঠানের মাধ্যমে এআই চ্যাটবট তৈরি করেছেন তিনি। শিগগিরই চ্যাটবটটি অ্যাপ আকারে উন্মুক্ত করা হতে পারে। এর মাধ্যমে দুই বন্ধুর মধ্যে এআই চ্যাটবট নিয়ে তুমুল প্রতিযোগিতা শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে এআই সুবিধার নিজস্ব চ্যাটবট চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন এক্স। নতুন চালু হতে যাওয়া চ্যাটবটটি আলাদা অ্যাপ হিসেবে ব্যবহার করা যাবে। ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা সহজেই চ্যাটবটটি ব্যবহার করতে পারবেন। বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, এক্সএআইয়ের তৈরি চ্যাটবটটি ওপেনএআইয়ের চ্যাটজিপিটির মতো কাজ করবে। আর তাই এই চ্যাটবটের মাধ্যমে ইলন মাস্ক ও এক্সএআই সরাসরি ওপেনএআইকে চ্যালেঞ্জ করতে চায়।

সূত্র: বিজনেস ইনসাইডার