কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নিবন্ধ, ই-মেইল লেখাসহ প্রাত্যহিক জীবনের নানা কাজ করার পাশাপাশি প্রোগ্রামের কোডও লেখা যায়। প্রোগ্রামের কোড লেখার এ সুবিধা অপব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অপেক্ষাকৃত জটিল কোডবিশিষ্ট ম্যালওয়্যার তৈরি করছে একদল হ্যাকার। শুধু তা–ই নয়, এসব ম্যালওয়্যারের মাধ্যমে সাইবার হামলাও চালাচ্ছে তারা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান পালো অল্টো নেটওয়ার্কসের এক গবেষণায় বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ম্যালওয়্যারে কোড পুনর্লিখনের সুবিধা থাকায় সেগুলো সহজেই শনাক্তকরণ প্রযুক্তি এড়িয়ে যেতে পারে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ম্যালওয়্যারগুলো সাইবার নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (এলএলএম) মাধ্যমে সম্পূর্ণ নতুন ম্যালওয়্যার তৈরি করতে সক্ষম না হলেও হ্যাকাররা পুরোনো ম্যালওয়্যারের কোডকে এমনভাবে পুনর্লিখন করতে পারে, যা স্বাভাবিক প্রোগ্রামিং কোডের মতো দেখায়। ফলে ম্যালওয়্যারগুলো ৮৮ শতাংশ ক্ষেত্রে শনাক্তকরণ ব্যবস্থার চোখ ফাঁকি দিতে পারে। আর তাই সহজেই সাইবার হামলা চালানো সম্ভব।
গবেষণায় দেখা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে লেখা ম্যালওয়্যার কোডের কার্যকারিতা অপরিবর্তিত রেখে ম্যালওয়্যারের ১০ হাজার নতুন জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েন্ট তৈরি করা সম্ভব হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এসব কোডে স্বাভাবিক গঠন বজায় থাকে, যা প্রচলিত কোডের তুলনায় বেশি কার্যকর।
সূত্র: দ্য হ্যাকার নিউজ ডটকম