চ্যাটজিপিটি
চ্যাটজিপিটি

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইকে ১৮৭ কোটি টাকা জরিমানা করল ইতালি, কেন

চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইকে ১৫ দশমিক ৫৮ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৮৭ কোটি টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১২০ টাকা ধরে) জরিমানা করেছে ইতালির ডেটা প্রটেকশন এজেন্সি। সংস্থাটির তথ্যমতে, মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানটির তৈরি জনপ্রিয় চ্যাটজিপিটি চ্যাটবট গোপনে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। দীর্ঘ তদন্তের পর ওপেনএআইকে এ অর্থ জরিমানা করা হয়েছে।

গোপনে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করায় চ্যাটজিপিটির বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে ইতালিতে। আর তাই বিষয়টি খতিয়ে দেখতে গত বছর ওপেনএআইয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করে ইতালির ডেটা প্রটেকশন এজেন্সি। তদন্তে দেখা গেছে, ওপেনএআই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে চ্যাটজিপিটির প্রশিক্ষণের জন্য ব্যবহার করছে। এর ফলে কোনো আইনি ভিত্তি ছাড়াই ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করছে ওপেনএআই।

জরিমানার পর উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। ওপেনএআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ইতালিতে ওপেনএআইয়ের আয়ের চেয়ে জরিমানার পরিমাণ প্রায় ২০ গুণ বেশি। ওপেনএআই গোপনীয়তার অধিকারকে সম্মান করে। বিশ্বব্যাপী গোপনীয়তা নিয়ে কাজ করা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্বজুড়ে চ্যাটজিপিটির মতো জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। আর তাই ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলো এসব প্রযুক্তির ওপর নজর রাখছে। শুধু তা–ই নয়, ওপেনএআইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তির কাজের ধরনও পরীক্ষা করে দেখছে নিয়ন্ত্রক সংস্থাগুলো।
সূত্র: টেকএক্সপ্লোর