কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে ডিজিটাল লাইফস্টাইল প্যাক ‘রাইজ’ চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। প্যাকটির আওতায় ‘রাইজ’ নামের এআই অ্যাপ ব্যবহার করা যাবে। ফলে এআইনির্ভর বিভিন্ন টুল ব্যবহার করে সহজেই বিভিন্ন কাজ করার পাশাপাশি বিভিন্ন তথ্য জানতে পারবেন ব্যবহারকারীরা। শুধু তা–ই নয়, ‘সীমাহীন ইন্টারনেট’ ব্যবহারেরও সুযোগ মিলবে। ফলে ব্যবহারকারীরা অব্যাহতভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অর্থাৎ প্রিপেইড প্যাকেজের মেয়াদ থাকার সময় ব্যবহারকারীদের ইন্টারনেট ডেটা শেষ হয়ে গেলেও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হবে না। আজ সোমবার রাজধানীর তেজগাঁও লিংক রোডে আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ‘রাইজ’ প্যাক চালু করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।
রাইজ প্যাক চালুর বিষয়ে ভিওনের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার কান তেরজিওগ্লো বলেন, ‘ভিওন প্রযুক্তির মাধ্যমে মানুষের ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তি শুধু সবাইকে একে অপরের সঙ্গে যুক্তই করবে না, পাশাপাশি তাদের সম্ভাবনারও বিকাশ ঘটাবে। রাইজ অ্যাপের মাধ্যমে আমরা ডিজিটাল মাধ্যমে সংযুক্ত বাংলাদেশ গঠনে অবদান রাখতে চাই যে বাংলাদেশ হবে সম্ভাবনাময় উদ্ভাবনী সব তরুণদের।’
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস বলেন, ‘তরুণ প্রজন্মের ক্ষমতায়নে আমাদের প্রতিশ্রুতির অনন্য উদাহরণ এই রাইজ অ্যাপ। আমরা অব্যাহতভাবে ডিজিটাল সেবা প্রদানে কাজ করে যাচ্ছি, যা পরবর্তী প্রজন্মের চাহিদা পূরণে ভূমিকা রাখছে। রাইজ অ্যাপটিতে এআই-সমৃদ্ধ ফিচার যুক্ত করার ফলে এই অ্যাপ দক্ষতার উন্নয়ন থেকে শুরু করে বিনোদন, লাইফস্টাইলের সব ক্ষেত্রে ব্যবহারকারীদের ভালো অভিজ্ঞতা দেবে, যা ডিজিটাল-ফার্স্ট জেনারেশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’