নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে মেমোরি নামের নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। এ সুবিধা চালুর ফলে জেমিনি চ্যাটবট ব্যবহারকারীদের পছন্দের বিষয়সহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্যও সংরক্ষণ করতে পারবে। এর ফলে জেমিনি চ্যাটবটের সঙ্গে বর্তমানের তুলনায় আরও সহজে কথোপকথন ও যোগাযোগ করতে পারবেন ব্যবহারকারীরা।
গুগলের তথ্যমতে, নতুন এই সুবিধা গুগল ওয়ান এআই প্রিমিয়াম প্ল্যানের আওতায় জেমিনি অ্যাডভান্সডে ব্যবহার করা যাবে। এ সুবিধার আওতায় ব্যবহারকারীরা এখন সরাসরি জেমিনিতে তাদের প্রয়োজনীয় তথ্য যেমন যেমন প্রিয় বিষয়বস্তু বা পছন্দের কাজের তথ্য আগে থেকেই সংরক্ষণ করতে পারবেন। জেমিনির ‘সেভড ইনফো’ পৃষ্ঠায় সংরক্ষণ করা তথ্যগুলো দেখা যাবে। অপ্রয়োজনীয় কোনো তথ্য সংরক্ষণ করা থাকলে সেগুলো সম্পাদনা করার পাশাপাশি চাইলে মুছেও ফেলা যাবে। এর ফলে জেমিনির সংরক্ষণ করা তথ্যের নিয়ন্ত্রণও ব্যবহারকারীদের কাছে থাকবে।
ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য জেমিনিতে সংরক্ষণ করা থাকলে বারবার প্রম্পটে নিজের পছন্দ বা কাজের ধরন বা কাঙ্ক্ষিত লেখার ধরন ব্যাখ্যা করার প্রয়োজন হবে না। জেমিনি ব্যবহারকারীর চাহিদা ও পছন্দ বুঝে প্রশ্নের উত্তর দিতে পারবে। ফলে সৃজনশীল পেশাজীবী, শিক্ষার্থী বা যাঁরা একসঙ্গে একাধিক কাজ করেন, তাঁদের জন্য জেমিনির দেওয়া উত্তরগুলো বর্তমানের তুলনায় আরও প্রাসঙ্গিক হবে।
সূত্র: ইন্ডিয়া টুডে