ইলন মাস্কের মালিকানাধীন খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সের (সাবেক টুইটার) কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট গ্রোক শুরুতে শুধু এক্সের ‘প্রিমিয়াম’ গ্রাহকদের জন্যই উন্মুক্ত ছিল। তবে এখন পরীক্ষামূলকভাবে বিনা মূল্যের ব্যবহারকারীরাও এটি পরখ করে দেখার সুযোগ পাচ্ছেন। নির্দিষ্ট কিছু অঞ্চলের ব্যবহারকারীরা অর্থের বিনিময়ে এক্স প্রিমিয়ামের গ্রাহক না হয়েও গ্রোক এআই ব্যবহার করতে পারছেন বলে জানা গেছে।
গত সপ্তাহে বিনা মূল্যে এক্স ব্যবহার করেন এমন অনেক ব্যবহারকারী তাঁদের এক্স অ্যাকাউন্টে গ্রোক এআই চ্যাটবটের কিছু সুবিধা ব্যবহারের সুযোগ পেয়েছেন। বলা হচ্ছে, এখন সবার জন্য গ্রোক ব্যবহারের সুযোগ দিয়ে ইলন মাস্ক আসলে ওপেনএআই, গুগল ও মাইক্রোসফটের মতো বড় প্রতিষ্ঠানের সঙ্গে এআই প্রতিযোগিতায় টিকে থাকার প্রস্তুতি নিচ্ছেন। এর কারণ, তিনি গ্রোক এআইয়ের প্রসার ও উন্নয়ন ত্বরান্বিত করতে চান। বিনা মূল্যের ব্যবহারকারীদের জন্য সুযোগ উন্মুক্ত করার মাধ্যমে আরও সহজে এআই চ্যাটবটের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। কারণ, এতে চ্যাটবটের ব্যবহারকারী বাড়বে এবং আরও বেশি তথ্য পেয়ে চ্যাটবটকে প্রশিক্ষণ দেওয়া যাবে।
টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, একজন এক্স ব্যবহারকারী একটি পোস্টে বিনা মূল্যে গ্রোক এআই ব্যবহারের শর্তাবলি তুলে ধরেছেন। শর্ত অনুসারে, বিনা মূল্যের ব্যবহারকারীদের অন্তত সাত দিন ধরে অ্যাপটি ব্যবহার করতে হবে এবং তাঁদের অ্যাকাউন্টের সঙ্গে একটি ফোন নম্বর যুক্ত থাকতে হবে। বিনা মূল্যে গ্রোক এআই ব্যবহারের ক্ষেত্রে গ্রোক–২ মডেলে দিনে সর্বোচ্চ ১০টি প্রশ্ন করার সুযোগ পাওয়া যাবে। আর গ্রোক–২ মিনি মডেলে ২০টি প্রশ্ন করার সুযোগ মিলবে। পাশাপাশি প্রতিদিন তিনটি ছবির বিশ্লেষণ করা যাবে। সম্প্রতি গ্রোক এআই চ্যাটবটের নতুন দুটি সংস্করণ ‘গ্রোক ২’ ও ‘গ্রোক ২ মিনি’ উন্মুক্ত করেছে ইলন মাস্কের এক্সএআই। সংস্করণ দুটি ব্যবহার করে লিখিত নির্দেশনা (প্রম্পট) থেকে দ্রুত কৃত্রিম ছবি তৈরি করা যায়।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে গ্রোক চ্যাটবট চালু করে এক্স। এআই–চালিত চ্যাটবটটি ব্যবহার করে দ্রুত বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারেন এক্স ব্যবহারকারীরা। শুধু তা–ই নয়, ইন্টারনেট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেও ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে গ্রোক। এর ফলে গ্রোক ব্যবহার করে যেকোনো বিষয়ে দ্রুত হালনাগাদ তথ্য জানা যায়। নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট তৈরির জন্য গত বছরের জুলাই মাসে ‘এক্সএআই’ প্রতিষ্ঠান চালু করেন ইলন মাস্ক। ডিপমাইন্ড, ওপেনএআই, গুগল রিসার্চ, মাইক্রোসফট রিসার্চ, টেসলার সাবেক কর্মীদের নিয়ে গড়া এক্সএআই প্রতিষ্ঠানের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
সূত্র: টেকক্রাঞ্চ